Home দেশ কর্মীদের ৫ বছর বেতনহীন ছুটি দিল এয়ার ইন্ডিয়া 

কর্মীদের ৫ বছর বেতনহীন ছুটি দিল এয়ার ইন্ডিয়া 

by banganews
করোনার কারণে বিশ্বজুড়ে লকডাউন। তার জন্য ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়েছে অধিকাংশ সংস্থাকেই ৷ সমস্তরকম ব্যবসার হাল অত্যন্ত খারাপ ৷ বিমানশিল্প তার ব্যতিক্রম নয়৷
করোনার জন্য এখন প্লেনে চড়াই আতঙ্কের ৷ যাত্রীরা তাই খুব প্রয়োজন ছাড়া বিমানযাত্রায় একেবারেই আগ্রহী নন ৷ কার্গো বা বন্দে ভারতের মতো বিশেষ উড়ানগুলির পরিষেবা চালু থাকলেও যাত্রীবাহী বিমান পরিষেবা অনেকাংশেই কমে গিয়েছে ভারতে ৷
এই অবস্থায় খরচ কমাতে প্রত্যেক বিমানসংস্থাই কর্মীদের বেতনে কাটছাঁট-সহ অন্যান্য আরও অনেক পদক্ষেপ নিয়েছে ৷ বেশ কয়েক বছর ধরে লোকসানে চলা রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এখন খরচ কমিয়ে লোকসান আটকাতে কর্মী-অফিসারদের বিনা বেতনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ৷
যে সমস্ত কর্মী অসুস্থ, যাদের কর্মদক্ষতা কম, তাঁদের নামের তালিকা পাঠাতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেএয়ার ইন্ডিয়া তার বিভিন্ন আঞ্চলিক দপ্তরগুলিতে । ওই সমস্ত কর্মীদের ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত বেতনহীন ছুটিতে পাঠানো হবে। সেই ছুটি প্রয়োজন হলে ৫ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। এর আগে একই পথে হেঁটে কর্মীদের বেতনহীন ছুটিতে পাঠিয়েছে গো এয়ার ৷ এবার সেই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়াও ৷

You may also like

Leave a Reply!