Home বঙ্গ ওমিক্রন আতঙ্ক! বিধিনিষেধের সময়সীমা বাড়ল রাজ্যে

ওমিক্রন আতঙ্ক! বিধিনিষেধের সময়সীমা বাড়ল রাজ্যে

by banganews

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে আতঙ্ক তৈরি করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আর তার জেরেই ফের বাড়ানো হল বিধি- নিষেধের সময়সীমা। গতকাল নবান্নের তরফ একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় সেই কথা মাথায় রেখেই বিধি নিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর।

 

৩০শে নভেম্বর পর্যন্ত জারি নিয়ম বাড়িয়ে ১৫ই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

 

নবান্নের তরফে জানানো হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিষয়ে খতিয়ে দেখার পরই বিধি নিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব বিধি রাজ্যে আপাতত জারি আছে, সেগুলোই থাকবে। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু।

 

স্বাস্থ্য, আইন ও বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে। তবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ আগের মতোই আছে।

 

ওমিক্রনের চিকিৎসা পদ্ধতি নিয়ে কী জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। ডেল্টার থেকে বহুগুণ শক্তিশালী এই ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত সংক্রমিত করতে পারে মানুষকে। বাংলার অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ জেলা উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা নিয়ে উদ্বেগে রয়েছে স্বাস্থ্য ভবন।

You may also like

Leave a Reply!