Home দেশ কৃষক আন্দোলনে মৃত্যু হয়নি কোনো কৃষকের, ক্ষতিপূরণ দেবে না কেন্দ্র

কৃষক আন্দোলনে মৃত্যু হয়নি কোনো কৃষকের, ক্ষতিপূরণ দেবে না কেন্দ্র

by banganews

এক বছরেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লির সীমানায় চলেছিল কৃষক আন্দোলন। মারা গিয়েছিলেন বহু কৃষক।  কিন্তু কৃষক আন্দোলনে কারো মৃত্যু হয়নি এমনই দাবি করেছে কেন্দ্রীয় সরকার। তাই ক্ষতিপূরণের ব্যাপারেও তারা কোনো দায়বদ্ধতা স্বীকার করেনি।

 

 

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বিরোধীদের প্রশ্নের সংসদে এই ভাবেই লিখিত জবাব দিয়েছেন।  বিরোধীদের প্রশ্ন ছিল কৃষক আন্দোলনে কতজন চাষীর মৃত্যু হয়েছে?

 

তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা সরকার কি ভেবেছে?

 

কেন্দ্র এর তরফে বলা হয়েছে, আন্দোলন করতে মারা গিয়েছেন কোন কৃষক এমন তথ্য সরকারের কাছে নেই।  ফলে ক্ষতিপূরণের কোন বিষয় নেই৷  বিরোধী নেতা থেকে  কৃষক আন্দোলনের নেতাদের দাবি গত ১৫ মাসে  ৭০০ এর বেশি কৃষক মারা গিয়েছেন।

 

 

রাহুল গান্ধী বলেন, এই সরকার কোভিডের দ্বিতীয় ঢেউ এর সময় বলেছিল অক্সিজেনের অভাবে কেউ মারা যাচ্ছে না।  আর এখন বলছে আন্দোলনরত কৃষকের মৃত্যু হয়নি।

 

ছেলের সঙ্গে প্রথম অনুষ্ঠান, চোখে জল কৌশিকীর

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, মূল্যবৃদ্ধি,লখিমপুরী খেরি  নিয়ে আলোচনা করতে চাইলেও সরকার সবক্ষেত্রেই আলোচনা এড়িয়ে যেতে চাইছে বলে জানিয়েছেন রাহুল গান্ধী৷

You may also like

Leave a Reply!