Home বঙ্গ শিক্ষকরা এবার ফোনে ক্লাস নেবেন

শিক্ষকরা এবার ফোনে ক্লাস নেবেন

by banganews
বাংলায় এবার নতুন সিদ্ধান্ত। পড়ুয়াদের টেলিফোনেই ক্লাস নেবেন শিক্ষকরা। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ দীর্ঘদিন। ক্লাস করানো হচ্ছিল অনলাইনে। কিন্তু স্মার্টফোন না থাকলে সেখানেও অজস্র সমস্যা। তাই এবার রাজ্য স্কুলশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষকরা পড়াবেন টেলিফোনেই।
জানা গিয়েছে, বর্তমানে নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা এই সুযোগ পাবে। পরবর্তী সময়ে অন্যান্যরাও এই সুবিধা পাবে। এই বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন জেলার ডেপুটি ইন্সপেক্টরদের সঙ্গে বৈঠক করেছেন স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন।
টেলিফোনের মাধ্যমে শিক্ষকরা কীভাবে ক্লাস নেবেন, তার প্রশিক্ষণ শুরু হয়েছে। থাকছে টোলফ্রি নম্বর। বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা প্যানেলও তৈরি হয়েছে।
ছাত্রছাত্রীরা নাম, ক্লাস ও বিষয় উল্লেখ করে টোলফ্রি নম্বরে ফোন করলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এতে ছাত্রছাত্রীদের উপকার হবে বলে মনে করা হচ্ছে।

You may also like

Leave a Reply!