Home দেশ করোনা রুখতে সক্ষম ভাবিজি পাঁপড়, জানালেন বিজেপি মন্ত্রী 

করোনা রুখতে সক্ষম ভাবিজি পাঁপড়, জানালেন বিজেপি মন্ত্রী 

by banganews
গোমূত্র, সরষের তেল, সূর্যের আলোর পর এবার পাঁপড় ৷ করোনা রুখতে বাজারে এল নয়া ‘টোটকা’ করোনা ভাইরাসের সংক্রমণ রুখে দেবে এক বিশেষ পাঁপড় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল ৷ এই পাঁপড় কীভাবে করোনা প্রতিরোধ করবে তার ব্যাখাও দিয়েছেন বিজেপি মন্ত্রী ৷
অক্সফোর্ডের ভ্যাকসিন সহ বেশ কয়েকটি ভ্যাকসিন আশার আলো দেখালেও এখনও শুরু হয়নি প্রয়োগ ৷ ভারতে ক্রমাগত বাড়ছে সংক্রমণ ৷
পরিস্থিতি এতটাই সঙ্কটজনক হয়ে উঠেছে যে একাধিক রাজ্য ফের লকডাউন ঘোষণা করছে ৷ বৃহস্পতিবার ৪৮ হাজারের বেশ আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে ৷ এর সঙ্গেই দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল ১২.৮৮ লক্ষ যা গোটা বিশ্বের আক্রান্তের ৮ শতাংশ ৷ বিশ্বজুড়ে আপাতত ১.৫ কোটি জন করোনায় আক্রান্ত ৷
করোনা সংক্রমণ রুখতে নানারকম নিয়ম, পন্থার কথাও শোনা যাচ্ছে৷ কেউ দাবি করছেন আধঘণ্টা রোদে বসলে করোনা সেরে যাবে। কেউ বলছেন গোমূত্র খেতে ৷ এবার করোনা আটকাতে নয়া অস্ত্র পাঁপড় ৷ সব পাঁপড় নয়, করোনা রুখতে সক্ষম এই ভাবিজি পাঁপড় ৷
পাঁপড় উদ্বোধন করাকালীন মন্ত্রী বলেন, ‘মোদি সরকারের আত্মনির্ভর অভিযানের অংশ এই পাঁপড় ৷ এই পাঁপড়ের উপকরণ করোনার রুখতে কার্যকরী ৷’

You may also like

Leave a Reply!