Home দেশ করোনা আতঙ্কের মাঝেই নতুন এক রোগ MIS-C 

করোনা আতঙ্কের মাঝেই নতুন এক রোগ MIS-C 

by banganews
করোনা মহামারীতে পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক, বিপর্যস্ত গোটা দেশ ৷ নিত্যদিন করোনার প্রভাব যেন বেড়েই চলেছে ৷ আক্রান্তের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ এখনও পর্যন্ত দেশজুড়ে প্রায় ১২ লক্ষের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন ৷
এরই মাঝে আরও একটি নতুন রোগের উপদ্রব। মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিন্ড্রম (Multisystem Inflammatory Syndrome) বা MIS-C ও বলা হয়ে থাকে ৷ ইউরোপ ও আমেরিকায় MIS-C তে বহু জন আক্রান্ত হয়েছেন ৷ ভারতে এই রোগে প্রথম আক্রান্ত হওয়ার খবর এসেছে গুজরাতের সুরাট থেকে ৷
১০ বছরের এক শিশুর মধ্যে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে ৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাচ্চাটি প্রথম বমি করতে শুরু করে ৷ এরপর কাশি ও ডায়েরিয়া হয় তার ৷ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় হাসপাতালে ভর্তি করা হয় বাচ্চাটিকে ৷ পরে দেখা যায় চোখ ও ঠোঁটও লাল হতে থাকে বাচ্চাটির ৷
চিকিৎসক জানিয়েছেন, বাচ্চাটির শরীরের MIS-C উপসর্গ রয়েছে ৷ বাচ্চাটির হার্ট কেবল ৩০ শতাংশ ব্লাড পাম্প করছে ৷ ফুলে গিয়েছে হাতের শিরাও ৷ আশার আলো এটুকুই, ৭ দিন পর বাচ্চাটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷
২০২০ এর মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO) এর তরফে মানুষকে সতর্ক করা হয়েছিল MIS-C বিষয়ে৷
★ ০-১৯ বছরের বয়সের মধ্যে ৩ দিনের বেশি জ্বর এবং শরীরের মধ্যে দানা দানা বেরনো, হাত ও পা ফুলে যাওয়া
★ রক্তচাপ ( ব্লাডপ্রেশার) কমে যাওয়া
★ ডায়েরিয়া, পেটে ও তলপেটে প্রচন্ড ব্যাথা
এই সমস্ত লক্ষণ দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন ৷

You may also like

Leave a Reply!