Home দেশ আগামী বছরে জুলাইয়ের মধ্যে ২৫ কোটি ভারতীয়কে ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী

আগামী বছরে জুলাইয়ের মধ্যে ২৫ কোটি ভারতীয়কে ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী

by banganews

দিল্লি, ৪ অক্টোবর, ২০২০ঃ  দিনে দিনে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এই মুহুর্তে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মধ্যে কবে আসবে ভ্যাকসিন। আজ জবাব দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা হর্ষ বর্ধন। আগামী বছরের জুলাইয়ের মধ্যে ২৫ কোটি ভারতীয়কে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন অনলাইন ক্লাসে বাধা, হরিয়ানার গ্রামে মোবাইল টাওয়ার সোনু সুদের

জুলাই মাসের মধ্যে ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কেন্দ্রের হাতে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অগাস্টেই চুক্তি হয়েছে মার্কিন সংস্থা novavax-এর সাথে ভারতের সেরাম ইন্সটিটিউটের চুক্তি হয়েছে। ১০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করবে সেরাম যেগুলো ভারত সহ স্বল্প আয়ের দেশগুলোকে দেওয়া হবে। এর পাশাপাশি চুক্তি অনুযায়ী সেরাম তৈরি করবে ভ্যাক্সিনের অ্যান্টিজেন কম্পোনেন্ট NVX-CoV2373। ফলে জুলাইয়ের মধ্যে ২০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি হবে মনে করা হচ্ছে।

You may also like

Leave a Reply!