Home দেশ জালিয়াতি রুখতে ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়মে পরিবর্তন আনল RBI

জালিয়াতি রুখতে ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়মে পরিবর্তন আনল RBI

by banganews

দিল্লি, ৪ অক্টোবর, ২০২০ঃ ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রতিনিয়ত নানারকম জালিয়াতির ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে৷ তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ডেবিট এবং ক্রেডিট কার্ড সুরক্ষিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে। আসুন জেনে নিই আরবিআইয়ের এই নিয়মগুলি সম্পর্কে

নতুন ডেবিট এবং ক্রেডিট কার্ড কেবল এটিএম এবং কেনাকাটা সংক্রান্ত লেনদেন করা যাবে৷ ডেবিট বা ক্রেডিট কার্ডে অন্যান্য সুবিধা পেতে হলে নির্দিষ্ট ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারপরে তাদের অনলাইন লেনদেন, আন্তর্জাতিক লেনদেন এবং কন্ট্যাক্টলেস লেনদেনের সুবিধা দেওয়া হবে। এতদিন এই সব পরিষেবার জন্য ব্যাঙ্কে যোগাযোগ করার দরকার হত না৷

আরও পড়ুন পরস্পরের নামে আদালতে আবেদন ক্ষিতিজ আর এনসিবি-র

দেশের বাইরে আপনার কার্ড ব্যবহার করার জন্য ব্যাঙ্ককে আন্তর্জাতিক লেনদেনের সুবিধা চালু করতে বলতে হবে। এখন পর্যন্ত, বেশিরভাগ ব্যাঙ্ক এর কার্ড বিশ্বের যে কোনও জায়গায় ব্যবহার করা যেত তারজন্য আলাদা করে জানানোর বা অনুমতির প্রয়োজন হত না৷

অনেক ব্যাঙ্ক এনএফসি প্রযুক্তির উপর ভিত্তি করে কার্ড সরবরাহ করছে। কার্ড সোয়াইপ করার জন্য এটি কোনও মার্চান্টের প্রয়োজন হয় না। একে পরিচিতিহীন লেনদেনও বলা হয়। এখন এনএফসি বন্ধ করার বিকল্প ব্যবস্থা থাকবে।

আরবিআই ব্যাঙ্কগুলিকে এসব পরিষেবা বন্ধ করতে বা শুরু করতে 24×7 মোবাইল অ্যাপ্লিকেশন সুবিধা দিয়েছে৷

You may also like

Leave a Reply!