Home বঙ্গ জলের ট্যাংক দিচ্ছে বাড়ির পরিচয়

জলের ট্যাংক দিচ্ছে বাড়ির পরিচয়

by banganews

বীরভূম, ৪ অক্টোবর, ২০২০ঃ  বীরভূমের সিউড়িতে এখন জলের ট্যাংক দিচ্ছে বাড়ির পরিচয়। কারোর বাড়ির জলের ট্যাঙ্ক ফুটবলের আদলে,  তো কারোর বাড়ির জলের ট্যাঙ্ক উড়োজাহাজের আদলে, বাদ যায়নি কেটলি বা রথও। আর সেভাবেই রথবাড়ি, কেটলি বাড়ি নামকরণ করা হচ্ছে৷ বাড়ির মালিকরাও বেশ খুশি।

আরও পড়ুন তমলুকে দিলীপকে কালো পতাকা

সিউড়ির সাজানো পল্লীর একটি দোতালা বাড়ির ছাদে রয়েছে কেটলির আকারে বিশাল জলের ট্যাংক । দূর থেকে দেখে মনে হয় বাড়ির ছাদে রয়েছে একটি বড়ো কেটলি বসানো রয়েছে। ওই পাড়াতেই বেশ কয়েকটি বাড়িতে দূর থেকে দেখলে মনে হবে বাড়ির ছাদে নেমেছে উড়ো জাহাজ। তবে কাছে গিয়ে দেখলে দেখা যাবে বাড়ির জলের টাঙ্ক ওটি। সিউড়ির সুভাষ পল্লী এলাকায় বাড়ির ছাদে রয়েছে রথ। যে সে রথ নয়, স্বয়ং শ্রীকৃষ্ণের রথ৷

আরও পড়ুন জেডিইউ, বিজেপি আসন সমঝোতা, বিহার ভোটের আগে মাস্টারস্ট্রোক নিতীশের

বাড়ির ভেতর সাজানো গোছানো থাকেই৷ এখন বাড়ির ছাদে থাকা জলের ট্যাঙ্ক হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ। দূরদূরান্ত থেকে আত্মীয় স্বজনরা এলে টোটো বা অটো ওয়ালারা নিয়ে আসে কেটলি বাড়ি,  রথবাড়ি বা ফুটবল বাড়ির নামে।

You may also like

Leave a Reply!