Home বিদেশ স্রেফ জলে গেল ট্রাম্পের নৌ প্রচার

স্রেফ জলে গেল ট্রাম্পের নৌ প্রচার

by banganews

টেক্সাস, ৬ সেপ্টেম্বর, ২০২০: আক্ষরিক অর্থে একেই বলে সব জলে যাওয়া। আসন্ন নির্বাচন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে নৌ মহড়ার আয়োজন হয়েছিল টেক্সাসের লেক ট্রাভিসে। আচমকা লেকে জল বেড়ে গিয়ে একাধিক নৌকোর ভরাডুবি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। তবে কোনও হতাহতের খবর নেই এখনও।

আরও পড়ুন রানির শহরে রক্তাক্ত রাজপথ, আতঙ্ক বার্মিংহামে

ট্রাম্পের সমর্থনে ফেসবুকে এক নৌ-প্রচারের ডাক দেওয়া হয়। সেই অভিনব প্রচার চাক্ষুষ করতে লেক ট্রাভিসের পাড়ে তখন অন্তত ২৬০০ মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্পের নামাঙ্কিত পতাকা লাগানো অসংখ্য নৌকো দাঁড়িয়ে লেক ট্রাভিসের মধ্যভাগে। কিন্তু নৌকোগুলো চলা শুরু করার পরই আচমকা বিপর্যয়। হুড়মুড়িয়ে বেড়ে গেল জলস্তর। উঠতে লাগল ঢেউ। এই পরিস্থিতির জন্য তৈরি ছিলেন না কোনও মাঝিই। নৌকো ডুবতে লাগল একের পর এক।
অবশ্য দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছয়। দক্ষ কর্মীদের তৎপরতায় হতাহতের ঘটনা এড়ানো গিয়েছে।
তবে প্রাথমিক তদন্তের পর কোনও অন্তর্ঘাতের প্রমাণ মেলেনি। এটি নিছকই দুর্ঘটনা। কিন্তু এমন দুর্ঘটনা ঘটল কেন?

আরও পড়ুন ছত্রিশগড়ে মাওবাদীদের হাতে খুন ৪ গ্রামবাসী, আহত অনেকে

ট্রাভিস কাউন্টি শেরিফের মুখপাত্র ক্রিস্টেন ডার্ক জানিয়েছেন—এতগুলো নৌকো একসঙ্গে চলতে শুরু করাটাই কাল হয়েছে। তার ফলে লেকের জলে অস্বাভাবিক স্পন্দন হয়। নৌকোগুলি ছিল একেবারে পাশাপাশি। জলে এই মাত্রাতিরিক্ত স্পন্দনের ফলেই শান্ত লেকে হঠাৎ ঢেউ উঠতে শুরু করে।
এ ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

You may also like

Leave a Reply!