Home বিনোদন করোনা পজিটিভ অর্জুন কাপুর

করোনা পজিটিভ অর্জুন কাপুর

by banganews

মুম্বই, ৬ সেপ্টেম্বর, ২০২০: বলিউডে আবারও দুঃসংবাদ। এবার করোনা পজিটিভ অর্জুন কাপুর। অভিনেতার রিপোর্ট এসেছে আজই।
তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর সোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন অর্জুন।

আরও পড়ুন মহাশূন্যে প্রাণের খোঁজে বড়সড় পদক্ষেপ জাপানের

অভিনেতা বলছেন—“আমি করোনা পজিটিভ। আপনাদের সকলকে এই খবরটা দেওয়া আমার দায়িত্ব বলে মনে করি। তবে আমি উপসর্গহীন। সম্পূর্ণ ভালো আছি। যদিও রিপোর্টটা আসার পর নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলেছি বাড়িতেই। চিকিৎসক এবং বিশেষজ্ঞদের পরামর্শমতোই থাকব। আমার স্বাস্থ্যের ব্যাপারে যেমন যেমন আপডেট হবে, আপনাদের সব জানাতে থাকব।”
অর্জুন কাপুর আরও বলছেন, এই সময়টা সত্যিই খুব কঠিন সময়। অবশ্য মানবজাতি খুব শীঘ্রই এই ভাইরাস জয় করে ঘুরে দাঁড়াতে পারবে বলে তিনি আশাবাদী।

You may also like

1 comment

Leave a Reply!