Home বঙ্গ বিরোধী দলের নেতাদের মিষ্টি খাওয়ান, বিজয় মিছিল না করাই শ্রেয়, নির্দেশ তৃণমূলের

বিরোধী দলের নেতাদের মিষ্টি খাওয়ান, বিজয় মিছিল না করাই শ্রেয়, নির্দেশ তৃণমূলের

by banganews

পুরসভা নির্বাচনে সর্বত্র বিপুল ভোটে জয়ী তৃণমূল। জেলায় জেলায় জয়ধ্বজা ঘাসফুল শিবিরের। তবে বিপুল জয় পেলেও সংযম বজায় রাখার নির্দেশ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। রাজ্য জুড়ে সবুজ ঝড়ের পরেই দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে তেমনই বার্তা দেওয়া হয়েছে।

তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ভোটের সাফল্যের পর বিজয় মিছিল না করাই শ্রেয়। বিরোধী নেতাদের মিষ্টি খাওয়ানোর প্রক্রিয়া চলতে পারে। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, উল্লাস প্রকাশ করবেন। উল্লাস হোক, কিন্তু তা যেন কখনওই মাত্রাছাড়া না হয়। সাধারণ মানুষের জনজীবন যেন বিঘ্নিত না হয়।

 

দ্বিতীয়বারের ময়নাতদন্ত ঘিরে ফের জটিলতা, প্রশ্ন তুললেন আনিসের আইনজীবী

কর্মীদের দেওয়া বার্তায় তৃণমূল জানিয়েছে, ভোটের আগে এবং পরে বহু প্ররোচনা, হামলা সহ্য করতে হয়েছে। কোনও বিরূপ মনোভাব মনের মধ্যে পুষে রাখবেন না। প্রত্যেকটি জয়ে দলের কর্মী, নেতৃত্বকে আরও দায়িত্বশীল আরও সংবেদনশীল আরও সহনশীল হতে হবে। মানুষ অনেক আশা করেছেন। সেখানে ভুলেও এমন কোনও পদক্ষেপ আগামীদিনে করবেন না যাতে কোনও প্রশ্ন কেউ তুলতে পারে।

You may also like

Leave a Reply!