Home বঙ্গ দ্বিতীয়বারের ময়নাতদন্ত ঘিরে ফের জটিলতা, প্রশ্ন তুললেন আনিসের আইনজীবী

দ্বিতীয়বারের ময়নাতদন্ত ঘিরে ফের জটিলতা, প্রশ্ন তুললেন আনিসের আইনজীবী

by banganews

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের দ্বিতীয়বারের ময়নাতদন্ত ঘিরে ফের জটিলতা। ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন তুললেন আনিসের আইনজীবী। আজ সকালে কবর থেকে দেহ তোলার কথা ছিল। সেই মতো সকাল ১০টা নাগাদ শুরু হয়েছিল দেহ তোলার প্রস্তুতি। সূত্রের খবর, দেহ তোলার পর এসএসকেএম-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। হাসপাতালে উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট জাজও। প্রসঙ্গত, শনিবার ভোরে পুলিশ দেহ তুলতে এলেও স্থানীয় বাসিন্দাদের বাধায় ফিরতে হয় তাদের। পরে শেষপর্যন্ত পরিবার দ্বিতীয়বারের ময়নাতদন্তে সম্মতি দিয়েছে। আনিসের বাবা জানিয়েছেন, তাঁর আইনজীবীরা আসার পর দেহ তোলার অনুমতি দেওয়া হবে।

আপাতত দেহ তোলা হচ্ছে না প্রয়াত ছাত্র নেতার। সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে দেহ তোলার কাজ। আনিসের আইনজীবী জানিয়েছেন, আদালতের নির্দেশ রয়েছে, দেহ তোলার সময় ডিস্ট্রিক্ট জাজ উপস্থিত থাকতে হবে। কিন্তু তিনি উপস্থিত নেই।

আনিস খান হত্যাকাণ্ডের দুই অভিযুক্তকে তোলা হল আদালতে

এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন সিটের সদস্যরা,  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মেডিক্যাল টিম। প্রশাসন  সূত্রে খবর, ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট জাজের সঙ্গে কথা হয়েছে। তিনি সেখানে যেতে পারেন বলে সূত্রের খবর।

You may also like

Leave a Reply!