Home বঙ্গ পাহাড়ে জোটের ভোট নয়, নতুন রণকৌশল তৃণমূলের

পাহাড়ে জোটের ভোট নয়, নতুন রণকৌশল তৃণমূলের

by banganews

দার্জিলিং পাহাড়ে ভোটের আগে কারোর সঙ্গে আর জোটে যাবে না তৃণমূল। তবে ভোটের পরে অন্য আঞ্চলিক দলের সঙ্গে কথাবার্তা হতে পারে। কিন্তু ভোটের আগে জোট বা আসন সমঝোতা নয়। একলা লড়াই করবে শাসকদল তৃণমূল। সরাসরি এমনটাই ইঙ্গিত দিলেন বিনয় তামাং। দলের একাংশের মতে, এবারের পুরভোটে দার্জিলিং পুরসভা দখল করতে না পারলেও পাহাড়ে পায়ের তলায় শক্ত মাটি খুঁজে পেয়েছে ঘাসফুল শিবির। এমনকী এবার একলা লড়লে আরও আসন পেত তৃণমূল, এমনটাও মনে করছেন অনেকে।

আচমকা ২ হাজার ফুট নিচে মুখ্যমন্ত্রীর বিমান, আঘাত পিঠে

এদিকে সামনেই কার্শিয়াং, কালিম্পং, মিরিক পুরসভার নির্বাচন। জিটিএ নির্বাচনও বাকি রয়েছে। আপাতত নিজের শক্তির উপর নির্ভর করে আগামী দিনে পাহাড়ে মজবুত সংগঠন গড়তে চাইছে তৃণমূল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যে পাহাড়ে এতদিন শেষ কথা ছিল বিমল গুরুংয়ের মোর্চা সেখানে আজ মাথা তুলেছে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। আর সেই পাহাড়েই এবার অত্যন্ত কৌশলে ভিত শক্ত তৈরি করতে চাইছে তৃণমূল। এটাই স্ট্র্যাটেজি তৃণমূলের।

You may also like

Leave a Reply!