Home দেশ এবার ফুসফুসে সংক্রমণ, ভালো নেই প্রণববাবু

এবার ফুসফুসে সংক্রমণ, ভালো নেই প্রণববাবু

by banganews

দিল্লি, ১৯ অগাস্ট: ভালো নেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে বলে খবর সেনা হাসপাতাল সূত্রে। আজ বুধবার হাসপাতালের তরফে এক বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।

দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটাল (এই হাসপাতালে ভর্তি আছেন প্রণববাবু) তাদের বিবৃতিতে জানিয়েছে, প্রণববাবুর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তিনি এখনও ভেন্টিলেশনেই আছেন। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

আরও পড়ুন কেন সুশান্ত মামলায় সিবিআই তদন্ত? ফিরে দেখা ঘটনাবলী

এদিকে আজ সকালেই প্রণবপুত্র অভিজিৎ এক টুইটে বাবার স্বাস্থ্যের উন্নতির নিয়ে টুইট করেন। তিনি লিখেন, “আপনাদের সকলের প্রার্থনা এবং চিকিৎসকদের চেষ্টায় আমার বাবা এখন স্থিতিশীল। তাঁর সমস্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার নিয়ন্ত্রণের মধ্যেই আছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা ওঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন।”

You may also like

Leave a Reply!