Home বিনোদন সুশান্তে সিবিআই, সত্যের জয় দেখছে বলিউড

সুশান্তে সিবিআই, সত্যের জয় দেখছে বলিউড

by banganews

মুম্বই, ১৯ অগাস্ট, ২০২০:সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য তদন্তের ভার গেল সিবিআই-এর হাতে। শীর্ষ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকেই ট্যুইটে প্রতিক্রিয়া জানাচ্ছেন বলিউড তারকারা। প্রতিক্রিয়া জানিয়েছেন সুশান্তের পরিবারের সদস্যরাও।

অক্ষয় কুমার লিখেছেন, ‘সত্যের জয় হোক’৷
অনুপম খের লিখেছেন, ‘জয় হো, জয় হো, জয় হো’৷

সুশান্ত ইস্যুতে শুরু থেকেই ভীষণ প্রতিক্রিয়াশীল ছিলেন কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনা রানাওয়াত ট্যুইট করেছেন, ‘মানবতার জয়। এই প্রথম নিজেকে শক্তিশালী মনে করছি। এসএসআর-এর যোদ্ধাদের অভিনন্দন।’

আরও পড়ুন কেন সুশান্ত মামলায় সিবিআই তদন্ত? ফিরে দেখা ঘটনাবলী

সুশান্তের মৃত্যুর পর থেকেই সঠিক তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। সোশ্যাল মিডিয়ায় সিবিআই তদন্তের দাবিও জানান। আজ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে তিনি ট্যুইট করেন, ‘সত্যের জয় হবে। এ বার ন্যায়বিচার কার্যকরী হবে’।
আজ রিয়া চক্রবর্তীর আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। পাশাপাশি পটনায় সুশান্তের বাবার দায়ের করা দায়ের হওয়া এফআইআরটিই সঠিক বলে মান্যতা দেয়। প্রথম থেকেই এবিষয়ে অনড় অবস্থান ছিল সুশান্তের পরিবারের। আজ আদালতের রায় তাঁদের পক্ষে হওয়ায় সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি জানিয়েছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ তিনি আমাদের প্রার্থনা শুনেছেন। সিবিআইয়ের তদন্তের প্রতি পূর্ণ আস্থা আছে আমার।”
সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে সুশান্তের পরিবারও৷ পরিবারের সদস্যরা বলছেন, প্রথম ধাপে সত্যের জয় হয়েছে৷

You may also like

Leave a Reply!