Home বিনোদন আনলক ৪-এ খুলতে পারে সিনেমা হল

আনলক ৪-এ খুলতে পারে সিনেমা হল

by banganews

দিল্লি, ১৯ অগাস্ট, ২০২০: আনলকের চতুর্থ পর্যায়ে খুলতে পারে দেশের সিনেমা হল। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, তেমনই উদ্যোগ নিতে এবার তৈরি হচ্ছে কেন্দ্র সরকার।
জুলাই মাসের শেষদিকেই শোনা গিয়েছিল, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে সিনেমা হল খোলার আবেদন জানানো হয়েছে। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি! আর সেই জন্যই এবার জিম, রেস্তরাঁ, শপিং মলের পর ‘আনলক ৪’-এ সামাজিক দূরত্ব বিধি মেনে দেশের সিঙ্গলস্ক্রিন সিনেমা হলগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন, ট্রাম্প বনাম জো বাইডেন লড়াই

বিগত সাড়ে ৫ মাস ধরে বন্ধের জেরে যে লোকসান হয়েছে, তাতে হল মালিকরা বেজায় ক্ষতির সম্মুখীন।
উল্লেখ্য, এই করোনা আবহে সিনেমা হল খুললে দর্শকদের বসার আয়োজনের ক্ষেত্রে সামাজিক দূরত্বের কথাও মাথায় রাখা হচ্ছে। প্রাথমিকভাবে তথ্য সম্প্রচার মন্ত্রক চাইছে, দুটো সারির মাঝখানে একটা সারি ফাঁকা রেখেই দর্শক বসানো হোক। শুধু তাই নয়, ২জন দর্শকের মাঝে অন্তত ৩ মিটার দূরত্ব বজায় রেখে বসানোর কথাও বলা হয়েছে।

You may also like

Leave a Reply!