Home বিনোদন কেন সুশান্ত মামলায় সিবিআই তদন্ত? ফিরে দেখা ঘটনাবলী

কেন সুশান্ত মামলায় সিবিআই তদন্ত? ফিরে দেখা ঘটনাবলী

by Webdesk

অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং তাঁর প্রাক্তন ব্যবস্থাপক দিশা স্যালিয়ানের মৃত্যুর শোকের পাশাপাশি সৃষ্টি করেছে অনেক বিতর্কের৷ দুজনেরই মৃত্যুর ধরন নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে।

বুধবার, সুপ্রিম কোর্ট মুম্বই এবং বিহার পুলিশের মধ্যে দ্বন্দ্ব শেষ করে সিবিআইকে সুশান্ত মামলার দায়িত্ব দিয়েছে। এই মুহুর্তে একবার ফিরে তাকানো যাক সালিয়ান এবং রাজপুতের মৃত্যু ও মৃত্যু পরবর্তী ঘটনাবলী ও সময়সারণীর দিকে।
8 জুন
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ব্যবস্থাপক দিশা স্যালিয়ানের মৃত্যু হয় মালাদের একটি পেন্টহাউস থেকে পড়ে গিয়ে

14 জুন:
সুশান্ত সিং রাজপুতের বান্দ্রায় ভাড়া বাড়ির একটি ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর মরদেহ

ভিলে পারলে কুপার হাসপাতালে ময়না তদন্ত হয়

এডিআর দায়ের করে বিবৃতি রেকর্ড করতে শুরু করে মুম্বই পুলিশ

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ঘটনায় পেশাগত বিদ্বেষ জড়িয়ে থাকার সম্ভাবনার কথা বলেন এবং তদন্তের আশ্বাস দেন

15 জুন:

মুম্বইয়ে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য হয়

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাসকষ্টকে মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করা হয়, জানান আঞ্চলিক ডিসিপি অভিষেক ত্রিমুখী

16 জুন:

সুশান্ত সিং রাজপুতের পিতা কৃষ্ণ কিশোর সিংহের বয়ান রেকর্ড করা হয়

18 জুন:

সুশান্তের অস্থিভস্ম বিহারের পটনায় গঙ্গায় ভাসানো হয়, যেখানে তাঁর মায়ের অস্থিভস্ম ভাসানো হয়

26 জুন:

মুম্বই পুলিশ পাঁচ চিকিৎসকের একটি দলের স্বাক্ষরিত চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্ট পায়। “অভিনেতার শরীরে কোনও লড়াইয়ের চিহ্ন বা বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, আত্মহত্যার চিহ্ন স্পষ্ট ” রিপোর্টে বলা হয়।

আরো পড়ুন – সুশান্ত মৃত্যু মামলায় ইডির জেরার মুখে রিয়া, তলব বাবা, ভাই এবং সিদ্ধার্থকেও

18 জুন-25 জুলাই:

বান্দ্রা থানায় 56 জনের বয়ান রেকর্ড করা হয়, যার মধ্যে দুজন রান্নার লোক, কাজের লোক, বন্ধুবান্ধব এবং বান্ধবী রিয়া চক্রবর্তী রয়েছেন৷

এছাড়া ‘দিল বেচারা’ ছবিতে সুশান্তের সহশিল্পী সঞ্জনা সাংঘির বক্তব্য, অভিনেতা মহেশ শেঠি, পরিচালক সঞ্জয় লীলা বনশালি , মহেশ ভাট, অভিনেতা সলমান খানের প্রাক্তন ব্যবস্থাপক রেশমা শেঠি, প্রযোজক আদিত্য চোপড়া, ধর্ম প্রোডাকশনসের সিইও অপূর্ব মেহতার বয়ান রেকর্ড করা হয়৷

২৬ জুলাই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুশান্তের আত্মহত্যা মামলায় সিবিআই তদন্তের অনুরোধ জানিয়ে চিঠি লেখেন প্রবীণ নেতা সুব্রমনিয়ান স্বামী’।

28 জুলাই:

সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফ আই আর করেন৷ এফআইআরের ভিত্তিতে বিহার পুলিশের চার সদস্যের দল মুম্বই পৌঁছয়। রিয়ার বাবা, ইন্দ্রজিৎ চক্রবর্তী, মা সন্ধ্যা চক্রবর্তী এবং ভাই, শৌভিক চক্রবর্তীর নাম ছিল এফআইআর-এ। সেখানে বলা হয়েছে সুশান্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা অন্য কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছিল যেসব অ্যাকাউন্টের সঙ্গে প্রয়াত অভিনেতার কোনও যোগ ছিল না।

২৯ জুলাই:

রিয়া চক্রবর্তী সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে অনুোরধ করেন বিহার পুলিশের থেকে সরিয়ে নিয়ে মুম্বই পুলিশকে যেন তদন্তভার দেওয়া হয়

30 জুলাই:

এই মামলায় মহারাষ্ট্রের বিরোধী নেতা দেবেন্দ্র ফড়নবীশ সিবিআই এবং ইডি দ্বারা তদন্তের দাবি জানান।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ সিবিআইয়ের কাছে তদন্ত হস্তান্তর বাতিল করেন।

 

আরো পড়ুন – সুশান্ত মামলা সিবিআই-কে, রিয়ার আবেদন নাকচ সুপ্রিম কোর্টে

31 জুলাই:

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখাণ্ডের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

ইডি আনুষ্ঠানিকভাবে তদন্তে যোগ দেয়, মামলায় আর্থিক লেনদেনের বিবরণ চায়।

2 অগাস্ট :
বিহারের আইপিএস অফিসার বিজয় তিওয়ারিকে কোয়ারেন্টাইনে রাখার জন্য আটক করে মুম্বই পুলিশের সিভিক বডি

3 অগাস্ট :
তদন্তের দায়িত্ব নিয়ে মহারাষ্ট্র ও বিহার পুলিশের মতানৈক্য হয়

মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং জানান, দিশা সালিয়ানের মৃত্যু মামলায় তাঁর নাম জড়িয়ে যাওয়ায় সুশান্ত মানসিকভাবে উদ্বিগ্ন ছিলেন

4 অগাস্ট :
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তদন্তের দায়ভার সিবিআইকে দেওয়ার আবেদন জানান

প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ন রাণে বলেন সুশান্ত এবং দিশা দু’জনকেই খুন করা হয়েছে, ঘটনায় মহারাষ্ট্রের কোনও মন্ত্রী জড়িত

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের ছেলে, মন্ত্রী আদিত্য ঠাকরে ঘটনার সঙ্গে নিজের সবরকম যোগাযোগের কথা অস্বীকার করেন

5 অগাস্ট :
কেন্দ্রীয় সরকার নৈতিকভাবে সিবিআই হস্তক্ষেপের সমর্থন জানায়

6 অগাস্ট :
সিবিআই সুশান্তের মৃত্যু মামলায় বিহার পুলিশের কাছে দায়ের করা তাঁর বাবার অভিযোগ নথিভুক্ত করে

দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে তার কোন রকম সম্পর্ক নেই বলে জানান সুরজ পাঞ্চোলি

7 অগাস্ট :
বিএমসি আইপিএস অফিসার বিজয় তিওয়ারিকে ছেড়ে দেয়

রিয়া চক্রবর্তী ইডির তলবের পরেও হাজিরা এড়ালেন

9 অগাস্ট :
মন্ত্রী সঞ্জয় রাউত জানান, সুশান্ত সিং রাজপুত এবং তার বাবা কে.কে. রাজপুতের পারস্পরিক সম্পর্ক ভাল ছিল না

18 অগাস্ট :
সুশান্তের বোন প্রিয়াঙ্কা মদ্যপ অবস্থায় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন , আইনজীবী মারফত অভিযোগ রিয়ার

19 অগাস্ট :
সুপ্রিম কোর্ট সুশান্ত মামলার সম্পূর্ণ তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দেয়

You may also like

Leave a Reply!