Home দেশ পূর্ব ভারতে বারংবার ভূকম্পনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পূর্ব ভারতে বারংবার ভূকম্পনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

by banganews

কখনও কাঁপছে অসম, তো কখনও মিজোরাম, নাগাল্যান্ড বা মণিপুর। গত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্প আক্রান্ত হয়েছে গোটা পূর্ব ভারতে। করোনা আতঙ্কের মধ্যেই এই প্রাকৃতিক বিপর্যয় মানুষের ভীতি বাড়িয়েছে, কিন্তু কেন কিছুদিন পরপরই হচ্ছে এই ভূমিকম্প?

আরও পড়ুন করোনা সংক্রমণ কমাতে বাজারে এলো স্যানিটাইজার কলম

ওয়াদিয়া ইন্সটিটিউ অফ হিমালয়ান জিওলজির গবেষকরা বলছেন, ভূমিকম্পের কার্যকারণ মাটির খুব গভীরে নয় বরং ওপরের দিকেই ঘটে। সেখানে প্লেট থাকে তরল বা আংশিক তরল।

দেখা যাচ্ছে, অপেক্ষাকৃত কম তীব্র ভূমিকম্পগুলির কেন্দ্র ভূ-পৃষ্ঠ থেকে ১-১৫ কিলোমিটার গভীরতায় রয়েছে। অন্য দিকে অপেক্ষাকৃত উচ্চমাত্রার ভূমিকম্পে কেন্দ্র আরও অনেক গভীরে, অন্তত ২৫ থেকে ৩৫ কিলোমিটার গভীরতা থাকেই এ ক্ষেত্রে।

আরও পড়ুন ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’র সাফল্যের পরে নয়া ক্যাম্পেইন ‘সোজা বাংলায় বলছি’

বিজ্ঞানীরা দেখাচ্ছেন ব্রক্ষ্মপুত্র উপত্যকার ৪৬.৭ কিলোমিটার নীচ থেকে অরুণাচল প্রদেশের ৫৫ কিলোমিটার নীচ পর্যন্ত সংযুক্ত একটি অংশে এই তরলাংশটি সামান্য উঁচু হয়ে রয়েছে। এই জোনে টেকটনিক প্লেট নীচের শিলাগুলি উপরের পাতে আঘাত করছে।মধ্যবর্তী অঞ্চলটি উপরের দিকে চাপ দেওয়ায় ভারতে পূর্ব অঞ্চলে দুটি ভিন্ন গভীরতায় ভূমিকম্প হচ্ছে, এমনটাই জানাচ্ছেন ভূবিজ্ঞানীরা৷

You may also like

Leave a Reply!