Home বিনোদন উত্তমকুমারের রেখে যাওয়া কাজ প্রসেনজিতের ব্যাকরণ

উত্তমকুমারের রেখে যাওয়া কাজ প্রসেনজিতের ব্যাকরণ

by banganews

মহানায়কের চল্লিশতম মৃত্যুবার্ষিকী। যে যাঁর মতো করে উত্তম-স্মরণ করছেন। টালিগঞ্জের এই সময়ের স্বনামধন্য মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও বাদ যাননি। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর প্রিয় উত্তম জেঠুকে।
প্রসেনজিতের বাবা বিশ্বজিতও অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। বাংলা ও মুম্বইয়ের অতি নামী মুখ। বাবার কাজের সূত্রেই উত্তমকুমারকে চিনেছিলেন প্রসেনজিৎ।

আরও পড়ুন সুশান্তের শেষ ছবির মুক্তি আজ

আজ, ২৪ জুলাই উত্তমকুমারের মৃত্যুদিনে পুরনো একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে প্রসেনজিৎ লিখলেন, “উত্তমজেঠু, তোমার রেখে যাওয়া কাজ আজও আমার কাছে অভিনয় শেখার ব্যাকরণের বই। তোমার এমন ভুবনভোলানো হাসি ও মনমুগ্ধ করা চোখের চাহনি বাঙালি সিনেপ্রেমীর কাছে আজও এক এবং অদ্বিতীয়। প্রয়াণদিবসে তোমাকে স্মরণ করে জানাই আমার অন্তরের প্রণাম।”

You may also like

Leave a Reply!