Home বঙ্গ রবিবার থেকে বাংলায় সস্তায় মিলবে আলু

রবিবার থেকে বাংলায় সস্তায় মিলবে আলু

by banganews

কয়েকদিন ধরেই বাজারে আলুর দাম ভয়ঙ্কর রকমভাবে বেড়ে গিয়েছে। জ্যোতি আলু ৩০ টাকা কেজি দরে আর চন্দ্রমুখী আলু ৩৫ টাকা প্রতি কিলোতে বিক্রি হচ্ছে।

বাঙালি আর কিছু না পেলেও আলুসিদ্ধ ভাত খায়৷ যে কোনো তরকারিতেই আলু থাকবেই। তাই এই করোনা পরিস্থিতিতে যেখানে আর্থিক সঙ্কট মাথাচারা দিয়েছে সেখানে আলুর এই অস্বাভাবিক দাম মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলেছে৷

আরও পড়ুন করোনায় আক্রান্ত দুর্গাপুরের পুলিশ কমিশনার

 

আলু ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদা বেড়ে যাওয়াতেই দাম বেড়েছে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশায় এরাজ্য থেকে আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। তাই রাজ্যে আলুর উৎপাদন বেশি হলেও দাম বাড়ছে।

এই অবস্থায় মানুষের জন্য এগিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকে সুফল বাংলায় ২৫ টাকায় আলু বিক্রি করবে সরকার। আজ নবান্নে আলু নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন রাজ্যের আগামী লকডাউনে বন্ধ থাকবে বিমান
রাজ্য সরকার ব্যবসায়ীদের ৫ দিন সময় দিয়েছেন। তার মধ্যে বাজারে আলুর দাম কমাতে হবে। অনেক ব্যবসায়ী আরও বেশি দাম বাড়ার অপেক্ষায় কোল্ড স্টোরেজে আলু মজুত করে রেখেছেন। সরকার সিদ্ধান্ত নিয়েছেন ৪০ বস্তার বেশি আলু কোনওভাবেই মজুত রাখা যাবে না।

You may also like

Leave a Reply!