Home কলকাতা রেল পরিষেবারা নিয়ে সোমবার বৈঠকে বসছে রাজ্য

রেল পরিষেবারা নিয়ে সোমবার বৈঠকে বসছে রাজ্য

by banganews

কলকাতা, ১ নভেম্বর, ২০২০ঃ মানুষের ধৈর্য্যের বাধ ভেঙে গেছে, প্রতিদিনই প্রায় অনেক টাকা খরচ করে কলকাতায় কাজে আসতে হচ্ছে, ট্রেন চললেও সেগুলি স্পেশাল ট্রেন ফলে সাধারণ মানুষের চড়ার অনুমতি নেই। এই ঘটনায় প্রায় দিনই স্টেশনে স্টেশনে অবরোধ হয়েছে। গতকাল তা মাত্রা ছাড়িয়েছে। হাওড়া স্টেশনে স্পেশাল ট্রেনে উঠতে বাধা পেয়ে বিক্ষোভ দেখায় একদল জনতা। অভিযোগ পাল্টা লাঠিচার্জ করে রেলপুলিশ। এতেই রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া স্টেশন। শনিবারের এই ঘটনার পরে রাতেই ট্রেন চালানোর প্রস্তাব নিয়ে রেলকে চিঠি পাঠিয়েছে রাজ্য। সূত্রের খবর সোমবার আলোচনায় বসতে নবান্নে আসছেন রেলকর্তারা। কোন পদ্ধতিতে ট্রেন চালানো হবে তা নিয়ে আলোচনা হবে, এবং উভয়পক্ষের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন দুর্গাপুরে বাঁধ ভেঙে যাওয়ায় প্রভাব পড়তে পারে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে

রাজ্যের প্রস্তাব এই মুহুর্তে যেভাবে মেট্রো চলছে সেইভাবেই সকাল ও সন্ধে কয়েকজোড়া ট্রেন চালানো হোক। সূত্রের খবর, শনিবার সন্ধেয় রাজ্যের মুখ্যসচিব আলাপণ বন্দ্যোপাধ্যায়ের সাথে পূর্বরেলের জেনারেল ম্যানেজারের সাথে কথা হয়েছে। সোমবার বিকালে রেলের কয়েকজন অফিসার নবান্নে যাবেন, সেখানেই কথা হবে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সাথে। উল্লেখ্য মেট্রো রেলে ই-পাস সংগ্রহ করে অনেকেই যাতায়াত করছেন। আর এই ই-পাসের ধারণা রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি সংস্থার জনা কয়েক কর্মীর মস্তিস্কপ্রসুত। দৈনিক ট্রেন চালানোর ক্ষেত্রেও সেই ভাবনা ভাবা যেতে পারে বলেই রাজ্যের প্রস্তাব।

You may also like

Leave a Reply!