Home বিদেশ থাইল্যান্ডে রেস্তরার মালিককে অভিনব জরিমানা

থাইল্যান্ডে রেস্তরার মালিককে অভিনব জরিমানা

by banganews
আপনি আদালতে সর্বোচ্চ কত টাকা জরিমানা অথবা সবচেয়ে বেশি কত দিনের জেল-হাজতের রায় দিতে পারে বলে ভাবতে পারেন! সম্প্রতি থাইল্যান্ডের আদালত এক অবিশ্বাস্য রায় দিয়েছে। থাইল্যান্ডের এক নামজাদা রেস্তোরাঁ তাদের খদ্দেরদের সঙ্গে প্রতারণা করার দায়ে দুই মালিককে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পেশ করলে আদালত তাদের ১, ৪৪৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। থাই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ ‘লায়েমগেট ইনফিনিট’ অনলাইনে অগ্রিম অর্থ দিলে অনেকটা ছাড় দিয়ে খাওয়ার এক লোভনীয় অফার দেয়। প্রায় কুড়ি হাজার মানুষ অনলাইনে লোভনীয় খাবারের এই ভাউচার কেনেন। যার মূল্য ছিল থাই মুদ্রায় ৫ কোটি বাট অর্থাত ১৬ লক্ষ মার্কিন ডলার। পরবর্তীকালে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায় এত লোকের চাহিদা মেটাতে তারা অক্ষম এবং রেস্তোরাঁ টি তারা বন্ধ করে দেয়।
      আরও পড়ুন :মার্কিন মুলুকে Unlock 2
এরপর কয়েক হাজার মানুষ ওই রেস্তোরাঁর দুই মালিকের বিরুদ্ধে অভিযোগ জানায়। এই অভিযোগের ভিত্তিতে দুই মালিক  অ্যপিচার্ট বোওয়ার্নবানচাক এবং প্রাপাস্যর্ন বোওয়ার্নবানচাক কে গ্রেফতার করা হয় এবং আদালতে পেশ করা হয়। থাইল্যান্ড এ প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড খুব অস্বাভাবিক ঘটনা নয়। বিশেষত যেখানে হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছেন। যদিও থাইল্যান্ডের আইন অনুযায়ী প্রতারণার অভিযোগে সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ হচ্ছে ২০ বছর। ওই রেস্তোরাঁর পক্ষ থেকে অফার ছিল ৮৮০ বাট অর্থাত ২৮ ডলার দিয়ে সামুদ্রিক খাবারের সম্পূর্ণ মিল খেতে পারবে ১০ জন মানুষ। সাধারণ বাজারদরের থেকে এই অফার অনেকটাই কম থাকায় অনেকেই তা গ্রহণ করেছিল। প্রথমদিকে অবশ্য অনেকেই এই অফার অনুযায়ী খেতে পেরেছিল। পরে অবশ্য রেস্তোরা কর্তৃপক্ষ অগ্রিম বুকিং নিতে অক্ষম হয় এবং বলা হয় কয়েক মাস অপেক্ষা করতে হবে। ওই সংবাদমাধ্যম অনুযায়ী এরপর কর্তৃপক্ষ খদ্দেরদের অগ্রিম অর্থ ফিরিয়ে দেবে বলে জানায়। এমনকি ৩৭৫ জনের টাকা ফেরতও দেওয়া হয়। পরে অনেক মানুষ রেস্তুরাঁর ওই দুই মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানায়। আদালত তাদের ৭২৩ টি ভিন্ন ভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং তাদেরকে ১৪৪৬ বত্সর করে কারাদণ্ডে দণ্ডিত করে। পরে তারা দোষ স্বীকার করেছিল বলে আদালত তাদের সাজার মেয়াদ প্রত্যেকের ক্ষেত্রে অর্থের করে দেয়, অর্থাত ৭২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রসঙ্গত, ৭২৩ বছরের কারাদণ্ড দিলেও থাই আইন অনুযায়ী তাদেরকে ২০ বছরের সর্বোচ্চ কারাবাস ভোগ করতে হবে। তাছাড়াও ১৮ লক্ষ বাট জরিমানা করা হয়েছে। এছাড়া ক্ষতিপূরণ বাবদ খদ্দেরদের ফিরিয়ে দিতে হবে ২৫ লক্ষ্ বাট।

You may also like

Leave a Reply!