Home দেশ ব্রিটেন থেকে দিল্লি ফিরলেই টেস্ট, কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

ব্রিটেন থেকে দিল্লি ফিরলেই টেস্ট, কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

by banganews

দিল্লি, ৮ জানুয়ারি, ২০২১ঃ ব্রিটেনে করোনার নয়া স্ট্রেন নতুন করে আতঙ্ক বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ব্রিটেন-ভারত বিমান পরিষেবা স্থগিত রাখলেও গতকাল থেকে ফের ব্রিটেন-ভারত বিমান পরিষেবা চালু হয়েছে। ইতিমধ্যে দিল্লিতে ১৩ জনের শরীরে নয়া স্ট্রেনের উপসর্গ দেখা গেছে। সারা দেশে সংক্রমণ হয়েছে ৮৩ জনের।

আরও পড়ুন রাজ্যপাল সংবিধান বিরোধী, আগে ওকে সরান, মন্তব্য মদন মিত্রর

এই পরিস্থিতিতে বিমান পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার ব্রিটেন ফেরত যাত্রীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল কেজরিওয়াল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রিটেন থেকে কেউ দিল্লি এলে তাঁকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। চাইলে কেউ Paid কোয়ারেন্টাইনে থাকতে পারেন আবার কেউ সরকারি কোয়ারেন্টাইনে থাকতে পারেন। ব্রিটেন থেকে দিল্লি এলে RT-PCR টেস্ট করানো হবে। রিপোর্ট পজিটিভ এলে তাঁকে বাধ্যতামূলক সরকারি কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে ৭ দিন সরকারি কোয়ারেন্টাইনে আর ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখার জন্য।

You may also like

Leave a Reply!