Home দেশ সুশান্তের মৃত্যুশোক সহ্য করতে পারলেন না বৌদি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

সুশান্তের মৃত্যুশোক সহ্য করতে পারলেন না বৌদি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

by banganews

অভিনেতা সুশান্ত সিং রাজপুত পঞ্চভূতের দেশে বিলীন হয়েছেন ৪৮ ঘন্টাও পেরোয়নি এরই মধ্যে মৃত্যু হল অভিনেতার বৌদি সুধা দেবীর। সুধা দেবী পূর্ণিয়ার বাড়িতেই থাকতেন। রবিবার সব ওলট পালট হয়ে যায় হঠাত করেই। খবর আসে অভিনেতা সুশান্ত শিং রাজপুত বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন। তাঁর এই মৃত্যুর খবরে ভেঙ্গে পড়ে গোটা বলিউড থেকে সুশীল সমাজ। সহ অভিনেতা থেকে পাড়া প্রতিবেশী কেউই মেনে নিতে পারেননি তাঁর এই অকাল মৃত্যু।

আরও পড়ুন তথ্যচিত্র বানাতে চেয়েছিলেন সুশান্ত, ‘স্বামী বিবেকানন্দ’কে নিয়ে

পুর্নিয়ার বাড়িতে খবর আসার পর থেকেই বারবার অসুস্থ হয়ে পরছিলেন অভিনেতার বৌদি সুধা দেবী। সোমবার অভিনেতার শেষকৃত্য চলাকালীন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুধা দেবী। দেওয়ের এইভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। সোমবার সবাই যখন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ যাত্রায় তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান অভিনেতার বৌদি সুধা দেবী।

You may also like

Leave a Reply!