ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। আকস্মিক এই মৃত্যুতে সকলেই হতবাক। কী কারণে সুশান্ত আত্মহত্যা করলেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সুশান্ত অবসাদে ভুগছিলেন এবং ক্লিনিক্যাল ডিপ্রেশনের চিকিতসাও চলছিল তাঁর একথা সত্যি। মৃত্যুর পর সুশান্তের ঘর থেকে এ্যান্টি ডিপ্রেশনের ওষুধও পাওয়া গেছে৷
অ্যাডিশনাল কমিশনার অফ পুলিস মনোজ শর্মা সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাটে পৌঁছে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন৷ তবে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন কি না তা এখনই বলা যাচ্ছে না৷ তার ঘর থেকে কোনও সুইসাইড নোট এখনও উদ্ধার করা যায়নি। তবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
আরো পড়ুন – আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত দেখুন সেই বেদনাদায়ক ছবি
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোকস্তব্ধ বলিউড। অক্ষয় কুমার থেকে সোনু সুদ কিংবা নেহা ধুপিয়া কিংবা রিতেশ দেশমুখ প্রত্যেকে ভেঙে পড়েন সম্ভাবনয় এই অভিনেতার মৃত্যুর খবরে। সোশ্যাল মিডিয়াও তার মৃত্যুর খবরে বিচলিত৷ নাইন্টিস কিড হোক কিংবা কেদারনাথ,কাই পো চে’র দর্শক সুশান্তের মৃত্যুশোকে আচ্ছন্ন সকলেই
