Home বিনোদন দুর্গাপুজোর টাকা ত্রাণে দিন: সুজিত সরকার

দুর্গাপুজোর টাকা ত্রাণে দিন: সুজিত সরকার

by banganews
করোনা সংক্রমণের পর ঘূর্ণিঝড় আমফানের জেরে পশ্চিমবঙ্গের যে সব অঞ্চলে ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে গিয়েছে (বিশেষত সুন্দরবন), সেখানকার মানুষদের সাহায্য করুন। এবার এমনই আর্জি জানান জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সুজিত সরকার।
নিজের ট্যুইটার ও ফেসবুকে এ বিষয়ে একটি বার্তা দেন সুজিত। সেখানে তিনি লেখেন, দুর্গা পুজো  ও কালী পুজোয় প্রচুর খরচ না করে, সেই অর্থ আমফান বিধ্বস্ত মানুষের ঘরবাড়ি তৈরিতে খরচ করুন। ঘূর্ণিঝড়বিধ্বস্ত মানুষ যে দুঃসহ পরিস্থতিতে দিন কাটাচ্ছেন, তাঁদের সেই অবস্থা থেকে উদ্ধার করে স্বাভাবিক জীবনে ফেরাতে এবার দুর্গা পুজো ও কালী পুজো উদ্যোক্তারা সাহায্যের হাত বাড়িয়ে দিন বলে আবেদন করেন পিকু-র পরিচালক।
সুজিত সরকারের সেই ট্য়ুইট প্রকাশ্যে আসার পরই তা একের পর এক রিট্যুইট হতে শুরু করে।

You may also like

Leave a Reply!