Home বঙ্গ উড়ান এর নজির অসুস্থ মানুষের পাশে থেকে

উড়ান এর নজির অসুস্থ মানুষের পাশে থেকে

by banganews

উড়ান এর নজির অসুস্থ মানুষের পাশে থেকে কৃষ্ণনগর তথা নদিয়া জেলার সাংস্কৃতিক সংগঠন “উড়ান” ইতোমধ্যে পরিচিত একটা নাম দেশ ও বিদেশে। লকডাউন – এর শুরু থেকেই তাঁরা মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি ও গ্রহণ করেছে। তাঁরা শুরু থেকেই অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের জন্যে বিনা পারিশ্রমিকে ওষুধ, খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করেছেন থ্যালাসামিয়া আক্রান্ত রোগীর জন্যে রক্তের যোগান দিয়ে। তাঁদের লক ডাউন কনসার্ট এ অনলাইন এ প্রোগ্রাম করেছেন দেশ ও বিদেশের বহু খ্যাত নামা শিল্পীরা।

আরো পড়ুন – এবার খুলতে চলছে রাজ্যের পাঁচটি ‘ ট্যুরিস্ট স্পট ‘ অর্থাৎ পর্যটন কেন্দ্র – জেনে নিন কোথায় কোথায়?

তাঁরা পাশে দাঁড়িয়েছেন প্রান্তিক লোক শিল্পীদের, যাদের হাতে তুলে দিয়েছেন বেশ কিছু দিনের খাদ্য সামগ্রী। আবার গতকাল তাদের কাছে আসে অসুস্থ বয়স্কা একজন মানুষের জন্যে রক্তের প্রয়োজনের এক খবর। সংস্থার এক সদস্য বিশ্বজিৎ বাবু ছুটে যান হাসপাতালে। সাথে ছিলেন অপর একজন অমিত বাবু । সংস্থার পক্ষ থেকে অনুপ বিশ্বাস বলেন, “আমরা সংস্কৃতি নিয়ে থাকি, তাই বলে দেশের এই কঠিন সময়ে, মানুষের প্রয়োজনে কি ভাবে চুপ করে থাকতে পারি। তাই ই প্রতিবার ছুটে যাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। শুধুমাত্র তাই নয় এ কাজে সাথে পেয়েছি এই শহরের ও প্রচুর মানুষ কে, এগুলোই আমাদের বড় প্রাপ্তি।”

You may also like

Leave a Reply!