Home বিদেশ জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ আমেরিকা জুড়ে সমর্থন করলেন অ্যাঞ্জেলিনা জোলিও

জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ আমেরিকা জুড়ে সমর্থন করলেন অ্যাঞ্জেলিনা জোলিও

by banganews

করোনার সঙ্গে সঙ্গে অন্য সমস্যাও ক্রমশ সংকটের আকার নিয়েছে আমেরিকায়। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পুলিশের হাতে মৃত্যুর পর বিক্ষোভ ফেটে পড়েছে সমগ্র আমেরিকায়। বিক্ষোভের আগুণ ছড়িয়ে পড়েছে সে দেশের বিভিন্ন রাজ্যে ও শহরে। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করেছে সেদেশের সেলিব্রিটিরাও। এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন প্রখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিও। বর্ণবাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য দু লাখ মার্কিন ডলার দিলেন এঞ্জেলিনা।

আরও পড়ুন এবার খুলতে চলছে রাজ্যের পাঁচটি ‘ ট্যুরিস্ট স্পট ‘ অর্থাৎ পর্যটন কেন্দ্র – জেনে নিন কোথায় কোথায়?

নেশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যডভান্সমেন্ট অফ কালার্ড পিপল (NAACP) লিগ্যাল ডিফেন্স পান্ডে এই আর্থিক সহায়তা পাঠিয়েছেন এঞ্জেলিনা।তিনি বলেন যেহেতু এই সংস্থা সামাজিক সমতা নেয় এবং সংবিধান সংশোধনের জন্য লড়াই করছে তাই তিনি এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রসঙ্গত এর আগে কৃষ্ণাঙ্গ জর্জ হত্যাকাণ্ডের প্রতিবাদে সমর্থন জানিয়েছিলেন বেন অ্যাফ্লেক, তেসা থম্পসন, টেইলর সুইফ, আরিয়ানা গ্র্যান্ডে, টিমোথি শ্যালমেট, মেশিগান কেলি, সেলেনা গোমেজ, প্যারিস জ্যাকসন ও আরো অনেকে। লস অ্যাঞ্জেলস,নিউইয়র্ক শহরে তারা বিভিন্ন প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন। অ্যাঞ্জেলিনা জোলি বলেন,”আমি কোন নির্দিষ্ট বর্ণের পক্ষে নই। কোনো বৈষম্য সহ্য করা উচিত নয়। এই নির্মম ঘটনার ন্যায় বিচার হওয়া উচিত।আমি আশা করছি আমরা সমস্ত মার্কিন নাগরিকরা সবাই মিলে সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে পারব”।

You may also like

Leave a Reply!