Home বিনোদন শ্রদ্ধা এবং রোহনের প্রেমের গুঞ্জন

শ্রদ্ধা এবং রোহনের প্রেমের গুঞ্জন

by banganews

সম্প্রতি শ্রদ্ধা কাপুর ও রোহান শ্রেষ্টার একটি  ভিডিও বলিউডে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। লকডাউনের মধ্যে খুব সাধারণ পোষাক পরিহিত দুজনকে একটি বাইকে দেখা গেছে বান্দ্রা এলাকায় গত মঙ্গলবারে। লকডাউন ৫ অনেকটাই শিথিল মুম্বাই শহরে। ব্যবসা বা চাকরি জন্য বাইরে বেরোনো থেকে আনুসাঙ্গিক কাজে বেরোনোর উপর অনেকটাই ছাড় দিয়েছে মুম্বাই সরকার। একটি বাইক রাইডে দীর্ঘদিনের বন্ধু বিখ্যাত ফটোগ্রাফার রোহান শ্রেষ্টার সাথে শ্রদ্ধা কাপুর কে দেখা যায়। সেই ভিডিওটি মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দুজনকে একদম ঘরোয়া পোশাকে, মাস্ক পরিহিত অবস্থায় বাইক রাইড করতে দেখা যায়।

আরও পড়ুন :একটি নতুন ওয়েব সিরিজ উপহার দিতে চলেছেন অনুষ্কা ছবির নাম ‘ বুলবুল দেখে নিন ফার্স্ট লুক

একটি ভিডিও থেকে দেখা যাচ্ছে যে শ্রদ্ধা পাপারাজ্জি থেকে নিজের মুখ রক্ষা করার চেষ্টা করেছিলেন। পরের বছরই নাকি গাঁটছড়া বাঁধছেন শ্রদ্ধা কাপুর। পাত্র? দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রোহন শ্রেষ্ঠা। দু’বছর ধরে ডেটিং করার পর এবার নাকি সম্পর্কে থিতু হতে চাইছেন তাঁরা। তাই বিয়ের সিদ্ধান্ত। গতবছরই তাঁদের বন্ধুত্ব একধাপ এগিয়ে যাওয়ার খবর সামনে আসে। শোনা যায় শ্রদ্ধা আর রোহন নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। ফটোগ্রাফার বন্ধুর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। ঘনঘন তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছিল। কখনও রেস্তরাঁয়, কখনও কফি শপে উপস্থিত হচ্ছিলেন দু’জনে। অবশ্য বাবা শক্তি কাপুরের দাবি, তিনি নাকি এবিষয়ে কিছুই জানেন না। তাই তাঁকে যখন মেয়ের বিয়ের কথা জিজ্ঞাসা করা হল, উলটে তিনি বলেন, “সত্যি? আমার মেয়ে বিয়ে করছে? আমাকে যেন নিমন্ত্রণ করতে ভুলবেন না।

You may also like

Leave a Reply!