Home দেশ মহাকাশে আর একটা পৃথিবীর খোঁজ, পাক খাচ্ছে নক্ষত্রের চারপাশে

মহাকাশে আর একটা পৃথিবীর খোঁজ, পাক খাচ্ছে নক্ষত্রের চারপাশে

by banganews

সারা বিশ্ব জুড়ে করোনার ভয় দিন কাটাচ্ছে মানুষ। কি হবে, কবে মুক্তি মিলবে এই মারণ ভাইরাস থেকে কেউ জানে না। এর মধ্যে অন্য পৃথিবীর সন্ধান দিলেন বিজ্ঞানীরা। কি ভাবছেন করোনার ভয়ে পালিয়ে যাবেন ? সেই নতুন পৃথিবীর সন্ধান রয়েছে এই মহাকাশে। সেটিও আরেকটি সূর্যের চারপাশে ঘুরছে আর এই নিয়েই বিজ্ঞানীমহলে শুরু হয়ে গিয়েছে হইচই। keplar-160 নামের এক তারার চারপাশে প্রদক্ষিণ করছে পৃথিবীর মত দেখতে KOI 456.04। অবশ্য এই পৃথিবীর সন্ধান আগেই দিয়েছেন নাসার কেপলার স্পেস টেলিস্কোপ। হাতেনাতে প্রমাণ দিয়েছে ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট অফ সোলার রিসার্চ সেন্টার। ঠিক যেন আয়নায় দেখা প্রতিচ্ছবি পৃথিবীর বাইরে আরেক পৃথিবী। ঘুরে চলেছে আরেক সুর্যের পাশে।

আরও পড়ুন করোনা রুখতে বাঙালীর পাতে এবার ‘ইমিউনিটি’ সন্দেশ

এই গ্রহ তারার জুটি পৃথিবী থেকে মাত্র ৩০০০ আলোকবর্ষ দূরে। নাসার দাবি নক্ষত্রপুঞ্জে সুর্যের মত প্রতিটি পাঁচটা তারার একটির চারপাশে ঘুরছে পৃথিবীর মত একটি করে গ্রহ যার সাথে অনেকটাই পৃথিবীর আবহাওয়ার ও আকারের মিল রয়েছে, তার উপর বেশ কিছু গ্রহে শীত পড়ে না আবার তাপমাত্রাও ওঠে না। ম্যাক্স প্ল্যাঙ্কের স্পেস টেলিস্কোপ দেখিয়েছে খুঁজে পাওয়া এই সুর্যের পৃষ্টদেশের তাপমাত্রা ৫২০০ ডিগ্রি সেলসিয়াস। সুর্যের থেকে ৩০০ ডিগ্রি সেলসিয়াস কম আর তেজও সুর্যের থেকে অনেকটাই কম। মহাকাশ বিজ্ঞানের ভাষায় লাল বামন তারা। KOI 456.04 keplar-160 নক্ষত্রের চারপাশে নির্দিষ্ট কক্ষপথের চারপাশে পাক খেয়ে চলেছে। বিজ্ঞানীদের ধারণা ওই নক্ষত্র ও গ্রহের মাঝের দূরত্ব বেশি নয়। এবছর নাসার ট্রান্সসিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট লেন্সে ধরা পড়েছে পৃথিবীর মত দেখতে একটি নীলাভ গ্রহ। পৃথিবীর এই যমজের নাম দেওয়া হয়েছে টিওয়াই ৭০০ ডি। এই নতুন পৃথিবীতে প্রাণের সম্ভবনা কতটা তা খতিয়ে দেখছে বিজ্ঞানীরা। গত কয়েকদশক ধরে পৃথিবীর মত গ্রহের খোঁজ চালাচ্ছে নাসা। এখনও পর্যন্ত ৫০০ র বেশি গ্রহ, বামন গ্রহ, উপগ্রহর সন্ধান মিলেছে। কিন্তু KOI 456.04 বড় বেশি আশা জাগাচ্ছে বিজ্ঞানী মহলে।

You may also like

Leave a Reply!