Home পাঁচমিশালি মাস্কঢাকা ঠোঁটে সিগারেট নিয়ে বিশ্বজোড়া ভাইরাল

মাস্কঢাকা ঠোঁটে সিগারেট নিয়ে বিশ্বজোড়া ভাইরাল

by banganews

করোনা আর মাস্ক। মাস্ক আর করোনা। গত তিনমাস ধরে এই দুটো শব্দ নিয়ে মানুষ বিরক্ত। ব্যতিব্যস্ত।
এবার একটা বদল চাই। এমনটা যে ভাবছেন না, তেমন কেউ নেই বোধহয়। ঠিক তখনই যে এমন এক দৃশ্য দেখা যাবে চোখের সামনে, এ কে ভেবেছিল!

আরও পড়ুন  সাপ শিকারির 17 ফুট অজগর সঙ্গে লড়াই করার ভিডিও ভাইরাল

ছবি এল। মুহূর্তে সারা বিশ্ব জুড়ে তা ভাইরাল। এ ছবি লাস ভেগাসের। গ্যাম্বলিং, শপিং, পর্যটন আর নানান মায়ায় ভরা সুন্দরী লাস ভেগাস এবার বহির্বিশ্বের জন্য একটু একটু করে দরজা খুলছে। কঠিন হচ্ছে স্বাস্থ্যপরীক্ষা।
তবে আমেরিকার এই প্রমোদ অঞ্চল যে নেটিজেনদের এত ‘রেহাই’ দেবে, এমন আশা খোদ লাস ভেগাস-ও করেনি।
সামনে এসেছে একটি ছবি। একজন মানুষ বসে আছেন একটি মেশিনের সামনে। মুখে মাস্ক। এই অবধি ঠিক ছিল।
এরপরই সেই মাস্ক-মুখে সিগারেট দিলেন। ফস করে জ্বালালেন। তারপর দিব্বি সুখটান দিতে শুরু করলেন। ধোঁয়া ছাড়ার জন্য মাস্কটি নাকের ওপর থেকে সামান্য একটু নামিয়ে নিলেন মাত্র। এ দৃশ্য দেখে সোশাল মিডিয়া তাজ্জব। আসছে একের পর এক কমেন্ট। তবে বেশিরভাগ পৃথিবীবাসীর মন্তব্য হল—এতদিনে একটু হাল্কা লাগছে।
ওই ভাইরাল মানুষটির মাস্কঢাকা ঠোঁটেই যেন সুখটান দিচ্ছে পৃথিবী।

You may also like

Leave a Reply!