Home বিনোদন দীপিকার জন্মদিনের পার্টিতে হাজির রণবীর আলিয়া

দীপিকার জন্মদিনের পার্টিতে হাজির রণবীর আলিয়া

by banganews

বঙ্গ নিউস, ৬ জানুয়ারি, ২০২১ঃ দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল তাদের। কিন্তু তারপরেও হয় বিচ্ছেদ৷ কথা ছিল না দীর্ঘকাল৷ কিন্তু তারপর আস্তে আস্তে যে যার পথে এগিয়ে গেলেও বন্ধুত্ব রয়ে গেছে৷ তারা হলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন।

৫ জানুয়ারি ছিল দীপিকা পাড়ুকোনের জন্মদিন।প্রাক্তন প্রেমিকার জন্মদিনে রণবীর হাজির হলেন বর্তমান প্রেমিকা আলিয়ার হাত ধরে। ব্রেক-আপের পরে রণবীর দীপিকা যেমন কাজ করেছেন জুটি বেঁধে ‘ইয়ে জবানি হ্যায় দিওয়ানি’ কিংবা ‘তামাশা’-র মতো ছবিতে তেমনি বন্ধুত্ব রয়ে গেছে৷ বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি বসে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাদের৷

আরও পড়ুন গিয়েছিলেন পিকনিক করতে বাড়ি ফিরল মৃতদেহ

ইন্সটাগ্রামে আলিয়া শুভেচ্ছা জানিয়ে লেখেন, “শুভ জন্মদিন দীপিকা। তুমি আজীবন সৌন্দর্য এবং শক্তির প্রতীক হয়ে থাকবে- ভিতর, বাইরে সব মিলিয়ে। একসঙ্গে আরও অনেক রোমাঞ্চকর সফর আমরা পার করব… আই লাভ ইউ’।
এদিন আলিয়ার পরনে ছিল কালো প্যান্ট ও বিকিনি টপ, অন্যদিকে ফর্ম্যাল সাদা শার্ট ও কালো প্যান্ট পরেছিলেন রণবীর। সঙ্গে ছিল আলিয়ার দিদি শাহিন ভাট।

You may also like

Leave a Reply!