Home বঙ্গ গিয়েছিলেন পিকনিক করতে বাড়ি ফিরল মৃতদেহ

গিয়েছিলেন পিকনিক করতে বাড়ি ফিরল মৃতদেহ

by banganews

বঙ্গ নিউস, ৬ জানুয়ারি, ২০২১ঃ পিকনিকে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছয় জনের। আহত 7 জন। মৃতরা হলেন সূর্য মালাকার, শিল্পী মন্ডল, লীলা সরকার, সমীর দাস, শিলা দাস, সোমা দাস মালাকার। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তিনজন ভর্তি রয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ ভোরবেলা 4 নম্বর জাতীয় সড়কের মুর্শিদাবাদের রেজিনগরের দাদপুর এলাকায়৷

আরও পড়ুন কয়লা ও গরু পাচার কাণ্ডে সিবিআই এর নজরে তিন আইপিএস অফিসার

নদীয়া রানাঘাট থেকে পিকআপ ভ্যানে লালবাগের উদ্দেশ্যে 15 জন যাচ্ছিলেন পিকনিক করতে। দাদুপুর এর কাছে ভ্যান দাঁড় করিয়ে কয়েকজন বাথরুম করছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি 10 চাকার গাড়ি এসে ধাক্কা মারে। কুয়াশাচ্ছন্ন ভোরে বিকট আওয়াজ হওয়ায় ছুটে আসেন আশপাশের লোকজন।

আহতদের উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। তারপর আরেক জন মারা যায়। চারজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানে আরো দুজন মারা যায় বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন এই প্রথমবার মুর্শিদাবাদ থেকে গঙ্গাসাগরের জন্য ট্রেন ছাড়ছে

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য প্রচন্ড জোরে আওয়াজ হওয়াতে তারা ছুটে আসেন এসে দেখেন রক্তাক্ত অবস্থায় দেহগুলো পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে আহতদের বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার পুলিশ কে সাবেরী রাজকুমার। হুমায়ুন কবীর বলেন, জাতীয় সড়ক দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এই রাস্তা সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করার ব্যবস্থা করবেন

You may also like

Leave a Reply!