Home দেশ সাইকেলে যাচ্ছে ভ্যাকসিন, প্রশ্নের মুখে স্বাস্থ্য আধিকারিকরা

সাইকেলে যাচ্ছে ভ্যাকসিন, প্রশ্নের মুখে স্বাস্থ্য আধিকারিকরা

by banganews

বঙ্গ নিউস, ৬ জানুয়ারি, ২০২১ঃ মঙ্গলবার বারাণসীর ছয়টি কেন্দ্রে ড্রাই রান হয়েছে। এর মধ্যে চাউকা ঘাটের সরকারি হাসপাতালের ভ্যাকসিন স্টোরেজ সেন্টার থেকে ভ্যাকসিনগুলি সাইকেল করে বারাণসী জেলা মহিলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে পড়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। চিফ মেডিক্যাল অফিসার ডাঃ ভিবি সিংহ স্টোরেজ সেন্টারের কাছ থেকে হাসপাতালে ভ্যাকসিন পরিবহণের ব্যবস্থা গ্রহণের বিষয়টি কোল্ড চেইন হ্যান্ডেলারের কাছ থেকে নিয়ে লিখিত ভাবে জানিয়েছেন।

আরও পড়ুন সম্পূর্ণ প্রস্তুত থাকতে বাংলার জেলায় জেলায় ড্রাই রান

তিনি বলেন চৌকো ঘাটে আরবান সিএইচসি থেকে একটি সাইকেল করে ভ্যাকসিন ক্যারিয়ার জেলা মহিলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পরই সেই ভ্যাকসিন ক্যারিয়ারটিকে ফের শহরের সিএইচসিতে ফেরত পাঠানো হয়। এই ঘটনায় প্রশ্নের মুখোমুখি হয়েছেন কোল্ড চেইনের দায়িত্বে থাকা স্বাস্থ্য আধিকারিক। ভ্যাকসিনগুলি পরিবহনের সময়, কোল্ড চেইন বজায় রাখতে হয় ও এসি ভ্যানে স্টোরেজ সেন্টার থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। তবে জেলা ম্যাজিস্ট্রেট দাবি করেছেন, ওই বক্সগুলি ফাঁকা ছিল, তাতে কোনও ভ্যাকসিন ছিল না। ওই মহিলা হাসপাতালে ভ্যাকসিন স্টোর করে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে কোনও ভ্যাকসিন পাঠানোর প্রয়োজন ছিল না। ইতিমধ্যে, ওখানকার কোল্ড চেইনের দায়িত্বে থাকা আধিকারিককে শো-কজ করা হয়েছে।

You may also like

Leave a Reply!