Home কলকাতা রাজ চক্রবর্তীর বাবা প্রয়াত, অন্ত্যেষ্টিতে নেই করোনা আক্রান্ত ছেলে

রাজ চক্রবর্তীর বাবা প্রয়াত, অন্ত্যেষ্টিতে নেই করোনা আক্রান্ত ছেলে

by banganews

কলকাতা, ২৮ অগাস্ট, ২০২০: প্রয়াত পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশংকর চক্রবর্তী। সম্ভবত বাবার শেষকৃত্যে অংশ নিতে পারবেন না করোনা পজিটিভ রাজ।
হার্টের সমস্যা নিয়ে কৃষ্ণশংকরবাবু ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। সঙ্গে ছিল কিছু বার্ধক্যজনিত সমস্যাও। হাসপাতালে ভর্তির সময় দুবার করোনা পরীক্ষা হয় তাঁর। দুবারই ফলাফল নেগেটিভ হয়। যদিও জানা যাচ্ছে, দুদিন আগে কৃষ্ণকিশোরবাবুর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন ঘোষণা করা হল আইপিএল ২০২০ এর সময়সূচী

এদিকে বাবাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে রাজ নিজে করোনা আক্রান্ত হয়ে পড়েন। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে।
রাজের অন্তঃসত্ত্বা স্ত্রী অভিনেত্রী শুভশ্রী এখনও পর্যন্ত করোনা নেগেটিভ।
আজ শুক্রবার রাজের আবারও করোনা পরীক্ষা হওয়ার কথা। তিনি দিন গুনছিলেন বাড়ি ফিরে যাওয়ার। এর মধ্যেই আজ সকালে এল বাবার মৃত্যুর খবর। করোনা পজিটিভ হওয়ায় রাজ তাঁর বাবার সঙ্গেও আর দেখা করতে যেতে পারেননি। যতদূর জানা যাচ্ছে, অংশ নিতে পারবেন না বাবার শেষকৃত্যেও। তবে শেষকৃত্যের আগে করোনা রিপোর্ট নেগেটিভ এলে পরিস্থিতি বদলাতে পারে।

You may also like

Leave a Reply!