Home কলকাতা NEET-JEE পিছনোর প্রতিবাদ, মমতার নেতৃত্বে ‘ম্যায় হুঁ না’ ক্যাম্পেন শুরু বাংলায়

NEET-JEE পিছনোর প্রতিবাদ, মমতার নেতৃত্বে ‘ম্যায় হুঁ না’ ক্যাম্পেন শুরু বাংলায়

by banganews

কলকাতা, ২৮ অগাস্ট ২০২০:  করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে, সর্বভারতীয় স্তরে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
সেই প্রতিবাদ কে শানিয়ে তুলতে এবার নতুন ক্যাম্পেন শুরু হল বাংলায়।
এক সময়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিং খানের ‘ম্যায় হুঁ না’ নামের পোস্টার সামনে এলো বৃহস্পতিবার।

আরও পড়ুন টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস, প্রচারে অভিনবত্ব

 

সেখানে মমতার ছবি দিয়ে লেখা হয়েছে এইরকম অনিশ্চিত এক সময়ে দেশের পরীক্ষার্থীদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে বিজেপি শাসিত সরকার। যেখানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে সেখানে ২৪.৫৫ শতাংশ পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব বিধি মেনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করাটাই একটা বড় চ্যালেঞ্জ। শুধু পরীক্ষার্থী নয় তার সঙ্গে জড়িত তাদের অভিভাবক এবং পরীক্ষক সকলের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কেন্দ্রীয় সরকার কে কেউ দেন নি।

এদিকে, সর্বভারতীয় JEE-NEET পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু নিজের অবস্থান থেকে সরতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়।

You may also like

Leave a Reply!