Home বঙ্গ শুভেন্দুর অবস্থান ঘিরে উঠছে প্রশ্ন

শুভেন্দুর অবস্থান ঘিরে উঠছে প্রশ্ন

by banganews

শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে সাম্প্রতিককালে উঠছে একাধিক প্রশ্ন। তাঁর একাধিক সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম শুনতে পাওয়া যায়নি তাঁর মুখ থেকে৷ এমনকী রাজনৈতিক মঞ্চ ছেড়ে নন্দীগ্রাম দিবসে অরাজনৈতিক মঞ্চে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে ।

প্রতিদিনই শুভেন্দুর কোনো না কোনো মন্তব্যে
স্পষ্ট যে, দল এবং শুভেন্দুর দূরত্ব বেশ খানিকটা। এহেন রাজনৈতিক টানাপোড়েন এর মধ্যে মাঠে নামলেন প্রশান্ত কিশোর। রাজনৈতিক মহলে গুঞ্জন তেমনটাই৷ অবশ্য তার যথেষ্ট কারণ ও আছে৷

 

আরো পড়ুন-

তপসিয়ায় ক্ষতিগ্রস্তদের পাকা বাড়ি বানিয়ে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

 

বৃহস্পতিবার সন্ধেয় মেদিনীপুরে শুভেন্দুর বাড়িতে দেখা গেল গেলেন প্রশান্ত কিশোরকে। যদিও তখন বাড়িতে ছিলেন না পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সূত্রের খবর, ছেলে বাড়িতে না থাকায় বাবা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারীর সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর।

এদিকে বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও গরহাজির ছিলেন শুভেন্দু । যদিও ওইদিন সন্ধ্যেয় বাগুইআটিতে কালীপুজোর উদ্বোধনে যথারীতি উপস্থিত ছিলেন শুভেন্দুবাবু৷ ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে একই শহরের ১০ কিমি দূরত্বের মধ্যে থেকে একটি কালীপুজোর উদ্বোধন করতে আসতে পারলেন অথচ নবান্নের বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না ? যা নিয়ে রাজনৈতিক জল্পনা৷ যদিও একই শহরে থেকেও নবান্নে কেন গেলেন না এর কোনো উত্তর পাওয়া যায়নি৷ ফলে শুভেন্দুবাবুর মতিগতি স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে৷ আগামীদিনে তিনি ঠিক কী করতে চলেছেন তা অবশ্যই জল্পনা উস্কে দেয়৷

You may also like

Leave a Reply!