Home বঙ্গ রেলকলোনী থেকে উচ্ছেদের নোটিশ, প্রতিবাদে মিছিল ব্যান্ডেলে

রেলকলোনী থেকে উচ্ছেদের নোটিশ, প্রতিবাদে মিছিল ব্যান্ডেলে

by banganews

ব্যান্ডেল, ২৭ নভেম্বর, ২০২০ঃ  ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রেল কলোনি পীরতলা, সাহেববাগান, সাহেবপাড়া, ক্যান্টিনবাজার। দীর্ঘদিন ধরেই বহু মানুষ সেখানে বসবাস করছে। দুইদিন আগে রেল কলোনী উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়। এই নোটিশ পাওয়ার পরেই উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে রেল তাঁদের উচ্ছেদ করতে গেলে, তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।

আরও পড়ুন যাত্রীবোঝাই বাসে আগুন, চাঞ্চল্য কেষ্টপুরে

আজ এই নোটিশের প্রতিবাদে এলাকায় লাঠি মিছিল করেন স্থানীয়রা। এই মিছিলে যোগ দিয়েছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। তাঁর বক্তব্য দীর্ঘ চল্লিশ,পঞ্চাশ বছর ধরে এলাকায় বসবাসকারী মানুষের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের নোটিশ দিচ্ছে রেল। কেন্দ্রের জনবিরোধী সরকার জোর করে বাসস্থান কেড়ে নিতে চাইছে। স্থানীয় বিধায়ক আরও বলেছেন “আমরা দেখতে চাই আরপিএফের ক্ষমতা কত। দেখতে চাই মানুষের পেটে লাথি মারা কেন্দ্রের সরকারের ক্ষমতা বেশি না গরীব মানুষের জোর বেশি। এই মিছিল এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ”।

You may also like

Leave a Reply!