কেষ্টপুর, ২৭ নভেম্বর, ২০২০ঃ অফিসটাইমে যাত্রীবোঝাই বাসে আগুল লেগে চাঞ্চল্য ছড়াল কেষ্টপুরে, তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। আজ সকালে গড়িয়া থেকে ডানকুনিগামী একটি বাসে আগুন লেগে যায়। ঘটনাটি কেষ্টপুর সংলগ্ন খালের পাশে। প্রথমে স্থানীয়রাই খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ করে। পরে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন হাসপাতালে রাখা দেহ খুবলে খাওয়ার চেষ্টা কুকুরের, বিতর্কে যোগী রাজ্য
অফিস টাইম হওয়ায় ভিড় ছিল বাসে। তবে স্থানীয়দের চেষ্টায় সবাইকে নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। একজন গুরুতর জখম হয়েছেন।তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোনো হতাহতের খবর নেই। আগুন লাগার ঘটনায় যানযটের সৃষ্টি হয়েছে ভিআইপি রোডে। আপাতত যান চলাচল একমুখী রাখা হয়েছে।