Home বঙ্গ ডিসেম্বর থেকে চালু হচ্ছে নন সাব-আর্বান ট্রেন

ডিসেম্বর থেকে চালু হচ্ছে নন সাব-আর্বান ট্রেন

by banganews

বঙ্গ নিউস, ২৮ নভেম্বর, ২০২০ঃ দীর্ঘ আট মাস পর গত ১১ নভেম্বর লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও দূরের জেলাগুলির মধ্যে যোগাযোগকারী ট্রেন চালু হয়নি। এনিয়ে যাত্রীমহলে ক্ষোভ সৃষ্টি হতে থাকে। সেই শাখার যাত্রীরা বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছিল। এবার নন সাব-আর্বান শাখায় ট্রেন চালু হতে চলেছে। শুক্রবার মুখ্যসচিব, পরিবহন সচিব, স্বরাষ্ট্র সচিব, রেল পুলিশের ডিজি, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সিওএম, ডিআরএম-সহ একাধিক আধিকারিকের উপস্থিতিতে ঠিক হয়, আগামী ২ ডিসেম্বর থেকে দূরের জেলাগুলোর মধ্যে যোগাযোগকারী ট্রেনগুলি চালু হবে। বর্ধমান-সাহেবগঞ্জ, কাটোয়া-আজিমগঞ্জ, আসানসোল-বর্ধমান, আসানসোল-জসিডি, আন্ডাল-সাইথিয়া, মালদহ-সাহেবগঞ্জ সহ প্রতিটি নন সুবার্বন শাখায় ট্রেন চলবে। প্রাথমিকভাবে ২৭ জোড়া ট্রেন চলবে। পরে তা বাড়ানো হবে।

আরও পড়ুন ট্রোলিং এর বিরুদ্ধে সরব করিনা কাপুর

অন্যদিনে পূর্ব রেল ২ তারিখ থেকে ট্রেন চালালেও দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে তারা ওই দিন থেকে ট্রেন চালাতে পারবে না। খড়গপুর-আদ্রা, খড়গপুর-টাটা, খড়গপুর-দিঘা, খড়গপুর-বেলদা এই শাখায় নন সুবার্বন ট্রেন চালানো হবে তবে রেক লিঙ্ক তৈরি করে রেলবোর্ডের অনুমতি নিয়ে একটু সময় লাগবে এমনটাই জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলের সিপিটিএম আশীষ ভাটিয়া। দক্ষিণ পূর্ব রেলের নন সাব-আর্বান ট্রেন এখনও চালু না হওয়ায় বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরের লক্ষ লক্ষ মানুষ চরম দুর্দশার মধ্যে রয়েছেন। রেলের স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেব আচারিয়া দক্ষিণ পূর্ব রেলের জিএম কে লিখিত ভাবে সেখানকার মানুষের অসুবিধার কথা জানিয়েছেন। পাশাপাশি পুরুলিয়া-ভেল্লুপুরম বাই উইকলি ট্রেনটি বন্ধ থাকায় ভেলোরে চিকিৎসা করাতে যেতে পারছেন না রোগীরা। এই ট্রেনটি চালানোর দাবি তুলেছেন তিনি।

You may also like

Leave a Reply!