বঙ্গ নিউস, ২৮ নভেম্বর, ২০২০ঃ করোনা আবহে কর্মহীন হয়ে পড়েছে অনেকেই। দীর্ঘদিন বাড়িতে বসে থাকতে হচ্ছে। তাই সময় কাটাতে তারকাদের নিয়ে ট্রোল করছেন তাঁরা। হাতে কাজ না থাকায় অন্যকে আক্রমণ করে আনন্দ পাচ্ছেন মানুষ৷ সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের এটা-ওটা বলছে।
তাঁর পরামর্শ, সকলে নিজের নিজের জায়গায় থাকুন। অন্যের দিকে নাক গলানোর প্রয়োজন নেই। সম্ভব হলে পজিটিভ এনার্জি ছড়ানোর চেষ্টা করুন এভাবে ট্রোল না করে৷
আরও পড়ুন কয়লা পাচার কাণ্ডে কলকাতা সহ রাজ্যের ৩০ জায়গায় তল্লাশি সিবিআইয়ের
এর আগে বলিউডের নেপোটিজম বিতর্ক নিয়েও সাফ জানিয়েছিলেন করিনা, টানা ২১ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন৷ যদি তারকা সন্তান হওয়ার জন্য বলিউডে জায়গা পেতেন, তাহলে এত বছর টিকতে পারতেন না। দর্শকদের ভালোবাসাই তাকে এই জায়গা দিয়েছেন বলে জানিয়েছিলেন।