Home পাঁচমিশালি জাঙ্ক জুয়েলারি পরলেই র‍্যাশ! কী করবেন?

জাঙ্ক জুয়েলারি পরলেই র‍্যাশ! কী করবেন?

by banganews

বঙ্গ নিউস, ২৮ নভেম্বর, ২০২০ঃ বিয়েবাড়ির সিজন। সাজগোজ করতে কার না ভালো লাগে! এখন ট্রেন্ডে ইন জাঙ্ক জুয়েলারি। কিন্তু অনেকের এই ধরনের গয়না পরলে অ্যালার্জি বা ব়্যাশেস হতে পারে। যাঁদের ত্বক খুবই সেনসিটিভ, তাদের অনেকের ক্ষেত্রেই এই ধরনের মেটালে সমস্যা হয়। তাহলে কী করবেন?

আরও পড়ুন প্রথমবার আর্থিক মন্দার মুখে ভারতীয় অর্থনীতি

কানের দুলের ক্ষেত্রে মেটালের পুশ ব্যবহারের থেকে সিলিকনের ব্যবহার করতে পারেন।

জুয়েলারি পরার আগে তার ট্রান্সপারেন্ট নেল পেইন্ট লাগিয়ে নিলে সরাসরি ত্বকের সংস্পর্শে আসে না মেটাল।

প্রেট্রোলিয়াম জেলি, ক্যালামাইন লোশন বা মিনারেল অয়েল লাগানো যেতে পারে র‍্যাশ হলে । কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া উচিৎ নয়।।

বেশিক্ষণ না পরে থাকাই ভালো।
খুব বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন

You may also like

Leave a Reply!