Home দেশ সারা বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে ভারত এখন পঞ্চম।

সারা বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে ভারত এখন পঞ্চম।

by Webdesk

দেশ জুড়ে সরকারি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর দিল্লীতে ভারতের নির্বাচন কমিশনের একজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন । এর আগে এই মাসের শুরুতেই নীতি আয়োগের এক কর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। এরফলে দিল্লীর নীতি আয়োগ অফিস স্যানিটাইজ করার জন্য বন্ধ করা হয়েছে।

আরো পড়ুন –করোনা অ্যান্টিবডি টেস্ট চালু করার তোড়জোড় কেরলে-শুরু গোষ্ঠী সংক্রমণ

জুনের ২তারিখে দিল্লীর লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল এর অফিসের ১৩জন কর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। কর্মীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্যুইট করেন লেফটেন্যান্ট গভর্নর। তিনি ট্যুইটে আরও জানান যে , আক্রান্ত কর্মীদের সঠিকভাবে পরীক্ষা করা হচ্ছে ও দ্রুত সুস্থ করে তোলার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন –ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান
আড়াই লক্ষাধিক করোনা আক্রান্ত নিয়ে ভারত এখন আমেরিকা, ব্রাজিল,রাশিয়া, ব্রিটেনের পরেই পঞ্চম
স্থানে রয়েছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে যে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২লক্ষ ৫৬ হাজার ৬১১জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন এক লক্ষের বেশি এবং মারা গিয়েছেন ৭হাজারের অধিক।

You may also like

Leave a Reply!