Home দেশ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান

by banganews

ভারতে বৃদ্ধি পেল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯৭১। আজ দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,৪৬,৬২৮। আড়াই লাখের দিকে এগিয়ে চলেছে দেশের কোভিড আক্রান্তের সংখ্যা। এর সঙ্গে সঙ্গেই স্পেনকে টপকে বিশ্বের কোভিড তালিকায় ৫ নম্বরে ভারত।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৮৭ জনের। ভারতে এই মুহূর্তে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯২৯। যদিও আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের মৃত্য হার পৃথিবীর অন্যান্য অনেক দেশের থেকে কম।

আরও পড়ুনকরোনা অ্যান্টিবডি টেস্ট চালু করার তোড়জোড় কেরলে-শুরু গোষ্ঠী সংক্রমণ

 

একদিনে সুস্থও হয়ে উঠেছেন ৫২২০ জন আক্রান্ত। এর সঙ্গেই ভারতে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১,১৯,২৯৩ জন। এই সুস্থতার হার ৪৮.৩৭ শতাংশ। অন্যান্য অনেক দেশের তুলনায় সুস্থতার হার ভারতে অনেক ভাল।

You may also like

Leave a Reply!