Home স্বাস্থ্য করোনা চিকিৎসায় অনন্য নজির – নবজীবন হাসপাতাল

করোনা চিকিৎসায় অনন্য নজির – নবজীবন হাসপাতাল

by banganews

করোনা আক্রান্ত হলেই বহু অর্থব্যয় সেইসঙ্গে জীবনের ঝুঁকি ৷ এসব দূর করতেই চলে এসেছে উত্তর কোলকাতার ফড়িয়াপুকুরের নবজীবন হাসপাতাল। এখানে করোনা আক্রান্তদের চিকিৎসা করা হচ্ছে অত্যন্ত অল্প খরচে ৷ এই হাসপাতালে রোগীদের সুস্থতার হার প্রশংসনীয়।

 

বিলের স্বচ্ছতা রক্ষা করার জন্য সরকার যে PMS লিস্ট প্রকাশ করেছে সেই লিস্টের প্রথমদিকেই আছে নবজীবন হাসপাতাল এর নাম। কোভিড চিকিৎসার ক্ষেত্রে মেডিক্লেম গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ উঠছে অন্য অনেক হাসপাতালেই কিন্তু নবজীবন হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে প্রথম থেকেই মেডিক্লেমের সুবিধা পাওয়া যাচ্ছে।

You may also like

Leave a Reply!