Home বিনোদন চলে গেলেন সাজিদ -ওয়াজিদ এর ওয়াজিদ। পড়ে রইলো গান এর স্মৃতি

চলে গেলেন সাজিদ -ওয়াজিদ এর ওয়াজিদ। পড়ে রইলো গান এর স্মৃতি

by banganews

2020 সকলের জন্যই খারাপ। করোনা, আমফান। ঋষি কাপুর ও ইরফান খান এর চলে যাওয়া। সব মিলিয়ে এই বছর একেবারেই ভালো কাটছে না মানুষের। এই তালিকায় যুক্ত হলো আরো একটি নাম। ওয়াজিদ খান। সাজিদ -ওয়াজিদ জুটির ওয়াজিদ এবার চলে গেলেন চিরনিদ্রায়। দীর্ঘদিন ধরেই নিজেদের সংগীতের নেশায় দর্শকদের বুদ করে রাখতেন এই জুটি। তাঁর চলে যাওয়ায় সংগীত জগতের এক মারাত্মক ক্ষতি হল বলেই মনে করছেন সবাই। তাদের প্রথম কাজ ছিল সলমন খানের সিনেমা প্যার কিয়া তো ডরনা ক্যা। এরপর তারা পরপর কাজ করে গেছেন সলমনের এক এর পর সিনেমায়। কি নেই সেই তালিকায়। হেল্লো ব্রাদার, তুমকো না ভুল পায়েঙ্গে, গর্ব, মুজসে শাদি করোগি, পার্টনার, গড তুসি গ্রেট হো , ওয়ান্টেড, ম্যায় ঔর মিসেস খান্না। তার করা বিখ্যাত গানের মধ্যে সোনি দে নখরে, হুর হুর দাবাং,জলবা, চিনতা তা চিতা চিতা এগুলো আছে। মারা যাওয়ার সময় ওয়াজিদ এর বয়স হয়েছিল ৪২বছর। মুম্বাইতে মারা গেলেন তিনি। মুম্বাইয়ের সংগীতজগৎ গভীর শোকপ্রকাশ করেছে এই খবরে। সেলেব্রিটিরাও নিজের মত করে ওয়াজিদ এর পরিবারকে সহানুভূতি জানিয়েছেন।

 

You may also like

Leave a Reply!