Home দেশ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ষষ্ঠ স্থানে চলে এলেন মুকেশ আম্বানি

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ষষ্ঠ স্থানে চলে এলেন মুকেশ আম্বানি

by banganews
করোনা পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব বিস্তার করলেও একের পর এক ইনভেস্টর পেয়েছে রিলায়েন্স জিও। তার ফলে ক্রমশ আর্থিক প্রতিপত্তি বেড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারের। এর আগেই এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা পেয়েছেন মুকেশ আম্বানি। এবার মুকুটে জুড়ল নতুন পালক। অ্যালফাবেটের অন্যতম কর্ণধার ল্যারি পেজকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে ষষ্ঠ স্থানে উঠে এলেন তিনি।
       ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে ষষ্ঠ স্থানে মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫ লক্ষ ৪৪ হাজার কোটির সমান। শুধুমাত্র সোমবারই রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশ। আর এই শেয়ারের দাম বৃদ্ধির ফলে একদিনেই আম্বানির সম্পত্তি বেড়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। পরিসংখ্যান অনুযায়ী গত ২২ দিনে অবিশ্বাস্য হারে সম্পত্তি বেড়েছে আম্বানির।
       গত কয়েক সপ্তাহে একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে আম্বানির সংস্থা রিলায়েন্স। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ফেসবুক। ফেসবুক ৪৩,৫৭৪ কোটি টাকার বিনিময়ে রিলায়েন্স জিওর ৯.৯ শতাংশ শেয়ার কিনে নেয়। প্রসঙ্গত, এর মধ্যেই নিজেকে ঋণমুক্ত হিসাবে ঘোষণা করেছেন রিলায়েন্সের কর্ণধার। এর আগেই ২০২১ সালের মার্চ মাসের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ঋণমুক্ত করার কথা ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। কিন্তু  জিও প্ল্যাটফমর্সের দৌলতে সেই সময়সীমার ৯ মাস আগেই রিলায়েন্স ঋণ শূন্য হতে পেরেছে বলে ঘোষণা করেন আম্বানি। ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স সেদিকেই ইঙ্গিত করছে। তথ্য অনুযায়ী, এই গতিতে সম্পত্তি বাড়তে থাকলে খুব শীঘ্রই বিশ্বের সেরা পাঁচ ধনী ব্যক্তির তালিকায় ঢুকে পড়বেন আম্বানি।

You may also like

Leave a Reply!