Home বঙ্গ মহিষাদলে শুভেন্দুর সভা

মহিষাদলে শুভেন্দুর সভা

by banganews

হলদিয়া, ১৬ নভেম্বর, ২০২০ঃ  মহিষাদলে বিশাল সভার ডাক মন্ত্রী শুভেন্দুর। গত ১৩ ই নভেম্বর শুক্রবার প্রয়াত হন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী রণজিৎ কুমার বয়াল। বয়স হয়েছিল ৯৫ বছর। রণজিৎবাবু হলদিয়ার মহিষাদল থানার ঘাগরা গ্রামের বাসিন্দা ছিলেন। বয়সজনিত কারণে অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন রণজিৎবাবু।

আরও পড়ুন কয়লা পাচার কাণ্ডে তদন্তে সিবিআই

শুক্রবার দুপুরে নিজের বাড়িতেই মারা যান তিনি। আগস্ট আন্দোলনে ভূমিকা ছিল তাঁর। স্বাধীনতার পর মন দেন গ্রাম ও পঞ্চায়েত পুনর্গঠনে। সোমবার প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের বাড়িতে এসে মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান আগামী ২৮ শে নভেম্বর সাদ্ধশান্তির কাজ শেষ হওয়ার পর মহিষাদলে একটি স্মরণ সভা করা হবে। মহিষাদল রাজ ময়দানে সেই সভা অনুষ্ঠিত হবে। কমিটি গঠন করে স্মরণ সভার ব্যবস্থা করা হবে। বাড়ি লোকের সাথে কথা বলে তাদের পাশে থাকার কথাও জানান মন্ত্রী শুভেন্দু।

You may also like

Leave a Reply!