Home দেশ কয়লা পাচার কাণ্ডে তদন্তে সিবিআই

কয়লা পাচার কাণ্ডে তদন্তে সিবিআই

by banganews

বঙ্গ নিউস, ১৬ নভেম্বর, ২০২০ঃ  আয়কর দপ্তরের পর কয়লা পাচার কাণ্ডের তদন্তভার তুলে নিল সিবিআই। এনিয়ে আয়কর দপ্তরকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কয়লা পাচার কাণ্ডে আয়কর দপ্তরের হাতে কি নথি এসছে তা বিশদে জানতে চেয়েছে সিবিআই। ইতিমধ্যেই ছয় কয়লা ব্যবসায়ীকে নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ।

আরও পড়ুন আগামী সপ্তাহেই ভারতে আসছে রাশিয়ান ভ্যাকসিন

সূত্রের খবর এর মধ্যে দুই-তিন জনের সঙ্গে যোগাযোগ রয়েছে কুখ্যাত কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালার । যদিও কয়লা পাচার কাণ্ড প্রকাশ্যে আসার পর বেপাত্তা এই চক্রের মুলপান্ডা লালা, আয়কর দপ্তর হন্যে হয়ে খুঁজছে তাকে। তার কলকাতা, দুর্গাপুর, আসানসোলের বাড়িতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে গরু পাচার কাণ্ডে ধৃত এনামুলের সঙ্গেও নাম জড়িয়েছে কয়লা মাফিয়া লালার। তার অফিসে হানা দিয়ে আয়কর দপ্তর জানতে পারে, মুর্শিদাবাদ থেকে কয়লা পাচার করত লালা। সেখানেই লালা ও এনামুলের সম্পর্কের খোঁজ মেলে। জানা যায় এনামুলের ট্রান্সপোর্টের সাহায্যেই লালা মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গে কয়লা পাচার করত।

You may also like

Leave a Reply!